Sunday, August 3, 2025
Homeবিনোদনবড়পর্দায় ‘যুগ যুগ জিও’

বড়পর্দায় ‘যুগ যুগ জিও’

Follow Us :

রোম্যান্স-কমেডি-ফ্যামিলি ড্রামা সবকিছুই এবার এক ছবির গল্পে।মুক্তির অপেক্ষায় পরিচালক রাজ মেহতার নতুন ছবি যুগ যুগ জিও।মুক্তি পেল ছবির জমজমাট ট্রেলার।কলঙ্ক-এর পর ফের একবার যুগ যুগ জিও-তে জুটি বেঁধেছেন বরুণ ধাওয়ান ও কিয়ারা আডবানি।দেখা যাবে অনিল কাপুর ও নীতু কাপুরকেও।রয়েছেন মণীশ পল ও প্রাজক্তা কোহলি।মজাদার এই ছবি যে সিনেপ্রেমীদের অন্যতম আকর্ষণ হতে চলেছে তার আভাস মিলেছে ট্রেলারেই।আগামী ২৪জুন বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘যুগ যুগ জিও’।

দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় রয়েছে ‘যুগ যুগ জিও’।২০২০সালে করোনাকালের মধ্যেই ছবির শ্যুটিং শুরু করেছিলেন পরিচালক রাজ মেহতা।কিন্তু ছবির শ্যুটিং চলাকালীন অতিমারির কবলে পড়েন বরুণ ধাওয়ান,নীতু কাপুর,অনিল কাপুর থেকে শুরু করে কলাকুশলীদের একাংশ।সকলেই সুস্থ হওয়ার পর ফের শুরু হয় ছবির শ্যুটিং।গতবছরই ‘যুগ যুগ জিও’-র মুক্তি নিয়ে বারবার শোনা গিয়েছে জল্পনা।

যদিও একের পর এক করোনা ঢেউয়ের কারণে ছবি মুক্তির ঝুঁকি নেননি প্রযোজক করণ জোহর।অবশেষে মুক্তি পাচ্ছে ‘যুগ যুগ জিও’।কয়েকদিন আগেই জানা গিয়েছিল প্রকাশ্যে আসছে ছবির ট্রেলার।সেই প্রত্যাশা মতোই এদিন প্রকাশ্যে এসেছে ‘যুগ যুগ জিও’-র ট্রেলার।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39