Sunday, August 3, 2025
HomeCurrent NewsUP Budget: উত্তরপ্রদেশে ৬ লক্ষ ১৫ হাজার কোটির বাজেট পেশ

UP Budget: উত্তরপ্রদেশে ৬ লক্ষ ১৫ হাজার কোটির বাজেট পেশ

Follow Us :

লখনউ: বৃহস্পতিবার উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না রাজ্য বিধানসভায় ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশ করলেন। মোট ৬ লক্ষ ১৫ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হল। এর মধ্যে নতুন প্রকল্পগিলির জন্য বরাদ্দ করা হয়েছে ৩৯ হাজার কোটিরও বেশি টাকা। গত বছর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রথম কার্যকালে ৫ লক্ষ ৫০ হাজার কোটি টাকারও বেশি বাজেট বরাদ্দ করা হয়েছিল। দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশের ক্ষমতায় আসার পর এদিন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে চলতি অর্থবর্ষের বাজেট ভাষণ দেন অর্থমন্ত্রী।

বাজেট পেশ করে অর্থমন্ত্রী জানান, অযোধ্যা, কাশী, মথুরা-সহ রাজ্যের বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় স্থানগুলির নিরাপত্তার জন্য আলাদা করে ২৭৬.৬৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই টাকা ব্যয় করা হবে ওইসব স্থানে মোতায়েন নিরাপত্তা বাহিনীর জন্য। অর্থমন্ত্রী জানান, রাজ্যে পুলিসি ব্যবস্থারও আধুনিকীকরণের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। তার জন্য ১১২টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই খাতে বরাদ্দ করা হয়েছে ৭৩০.৮৮ কোটি টাকা।

আরও পড়ুন: BJP: পঞ্চায়েত ভোটের আগেই তৃণমূলকে ভ্যাকসিন দেওয়া হবে, হুঁশিয়ারি বিজেপি জেলা সভাপতির

বিধানসভায় অর্থমন্ত্রীর দাবি, রাজ্যের আর্থিক অবস্থা এখন যথেষ্ট মজবুত। করোনার ধাক্কা কাটিয়ে উঠে রাজ্য আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে। তিনি জানান, এই বাজেটে নারীর ক্ষমতায়নের উপরও বশেষ জোর দেওয়া হয়েছে। নারীর ক্ষমতায়নের জন্য বরাদ্দ করা হয়েছে ৭২.৫০ কোটি টাকা। জেলায় জেলায় সাইবার হেল্প ডেস্ক করা হবে নারী সুরক্ষার কাজের জন্য। এই টাকা ওই কাজে ব্যয় করা হবে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39