Thursday, August 14, 2025
HomeCurrent NewsNepal Flight Missing: নেপালে নিখোঁজ বিমান ভেঙে পড়েছে, সন্দেহ সেনাবাহিনীর

Nepal Flight Missing: নেপালে নিখোঁজ বিমান ভেঙে পড়েছে, সন্দেহ সেনাবাহিনীর

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: নেপালে নিখোঁজ হওয়া বিমানটি ভেঙে পড়েছে বলে আশঙ্কা করছেন সে দেশের সেনাবাহিনী। নেপালি স্পোকসপার্সন নারায়ণ সিলওয়াল জানান, সম্প্রতি সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার মুস্তাংয়ের উদ্দেশে রওনা দিয়েছে। যে জায়গাটিতে শেষবার ওই নিখোঁজ বিমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল, সেই অঞ্চলেই পাঠানো হচ্ছে হেলিকপ্টারটিকে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পোখরা ও মুস্তাঙ্গ থেকে দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

নেপাল এয়ারপোর্টস অথোরিটি সূত্রে খবর, তারা এয়ারের 9 NAET  টুইন ইঞ্জিন বিমানটি ২২ জন যাত্রী নিয়ে পোখরা থেকে জমসমের দিকে যাওয়ার সময়েই নিখোঁজ হয়ে যায়। জমসমের ঘাসা নামক একটি জায়গায় বিকট শব্দ শোনা গিয়েছিল। তবে বিমানটি দুর্ঘটনার মুখে পড়েছে কি না, তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না।

ধৌলগিরির জেলাশাসক পর্যায়ের এক অধিকর্তা নেত্র প্রসাদ শর্মা জানিয়েছেন,  বিমানটিকে মুস্তাং জেলার জোমসোমের আকাশে শেষ দেখা গিয়েছিল। তারপরে মাউন্ট ধৌলগিরির দিকে বাক নিতেই আর কোনও ভাবে যোগাযোগ করা যায়নি। মুস্তাং জেলা পুলিশ অফিসের ডিএসপি রাম কুমার দানি জানিয়েছেন,  বিমানটির সন্ধানে ওই এলাকায় হেলিকপ্টার মোতায়েন করা হচ্ছে।

রবিবার সকালে নেপালের আকাশ থেকে উধাও হয়ে যায় একটি বিমান। সকাল ৯টা ৫৫ মিনিটের পর আর খোঁজ মেলেনি বিমানটির। জানা গিয়েছে, ওই বিমানে ৪ ভারতীয়-সহ মোট ২২ জন যাত্রী ও ক্রু সদস্যরা রয়েছেন। পোখরা থেকে জমসম যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বিমানটি।

RELATED ARTICLES

Most Popular