Thursday, August 14, 2025
HomeCurrent Newsনিম্নমুখী করোনা গ্রাফ, খুলছে স্কুল

নিম্নমুখী করোনা গ্রাফ, খুলছে স্কুল

Follow Us :

দেশে কোভিড সংক্রমণের গ্রাফ কখনও ঊর্ধ্বমুখী তো কখনও নিম্নমুখী। দেশের অন্যান্য রাজ্য যখন কোভিড সংক্রমণে জর্জরিত তখন একটু একটু করে সুস্থতার পথে এগোচ্ছে হরিয়ানা। আর এরই মাঝে পুনরায় খুলতে চলেছে হরিয়ানার স্কুলগুলি। বৃহস্পতিবার এমনটাই জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। করোনার বাড় বাড়ন্তের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যায়। ফলে ক্রমশ লেখাপড়া থেকে দুরত্ব বাড়তে থাকে ছাত্র ছাত্রীদের। প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে মুঠো ফোনেই অভ্যস্থ হয়ে পরে তাঁরা। সেই সমস্যা মেটাতেই বৃহস্পতিবার বিদ্যালয়গুলিকে খোলার অনুমতি দেন মনোহর লাল খট্টর।

আরও পড়ুন  কোভিডে আকালের সন্ধান, ভ্যাকসিনে পিছিয়ে বাংলা

আগামী ১৬ ই জুলাই থেকেই নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এবং আগামী ২৩ শে জুলাই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পঠনপাঠন শুরু হবে বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন  সংক্রমণের দৌড়ে এগিয়ে কেরল, মহারাষ্ট্র

এদিন মুখ্যমন্ত্রী জানান, দেশে করোনার প্রভাব  লক্ষণীয়। করোনার গাইডলাইন মেনেই শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে  প্রবেশের নির্দেশিকাও দেওয়া হয়েছে।প্রতিতি শিক্ষা প্রতিষ্ঠানেই ইতিমধ্যেই সেই বার্তা দেওয়া হয়েছে। কোভিডের কঠোর আনুগত্যের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি আবার চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত হরিয়ানায় করোনায় আক্রান্ত  ৭ লক্ষ ৬৯ হাজার ১৪৮ জন। সক্রিয় রোগীর সংখ্যা  ১ হাজার ৩৪ জন । এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন  ৭ লক্ষ ৫৮ হাজার ৫৮৯। মোট মৃতের সংখ্যা  ৯ হাজার ৫২৫ জন।

আরও পড়ুন  কলকাতা টিভির প্রশ্নে শুভেন্দুর মেজাজ হারানোর রেকর্ড

RELATED ARTICLES

Most Popular