Thursday, August 14, 2025
HomeCurrent NewsOlympic: সিঙ্গলসের ক্রীড়াসূচী সিন্ধুর পছন্দসই

Olympic: সিঙ্গলসের ক্রীড়াসূচী সিন্ধুর পছন্দসই

Follow Us :

টোকিও অলিম্পিকের ব্যাডমিন্টনের ক্রীড়াসূচী প্রকাশ হয়ে গেছে। ভারতের পদক পাওয়ার সম্ভাবনা মহিলা বিভাগে। পি ভি সিন্ধুকে ঘিরে এই সম্ভাবনা প্রবল। যে ধরনের প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে এগুতে হবে সিন্ধুকে – সেই ফিকশ্চার দেখে খুশি সিন্ধু। কিন্তু তিনি এটাও মনে করেন, পছন্দের ম্যাচ ফিকশ্চার পেলেও, তাঁকে সেরা খেলাটা প্রতি ম্যাচেই খেলে যেতে হবে। সিন্ধুও জানেন, এই বিশ্বমানের টুর্নামেন্টে কোনও ম্যাচেই সহজ নয়।

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন আর রিও অলিম্পিক গেমসের রূপোর পদক জয়ী সিন্ধু আছেন গ্রুপ জে তে। হংকংয়ের ছেউং নগান ( রাঙ্কিং ৩৪) আর ইসরায়েলের কসেনিয়া পলিকারপভা ( রাঙ্কিং ৫৮) রয়েছেন মহিলা সিঙ্গলস লড়াইয়ে।

আরও পড়ুন- Breaking: দর্শক ছাড়াই টোকিও অলিম্পিক

সিন্ধু মনে করেন, ‘গ্রুপ পর্যায়ে যে ক্রীড়াসূচী দেখা গেছে, তাতে বেশ ভাল মনে হচ্ছে। হংকংয়ের মেয়েটি ভালো খেলে। ভালো ম্যাচ হবে।’ সিন্ধু এই মুহুর্তে বিশ্ব রাঙ্কিংয়ে সাত নম্বর প্লেয়ার। ভারতীয় এই তারকা এমনসব মন্তব্য করেছেন, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (বাই) এক প্রেস রিলিজে।

সিন্ধুর মতে, ‘ প্রত্যেকে সেরা ফর্ম নিয়েই খেলতে নামবে। আমিও আশা রাখি, ভালো খেলব। প্রতিটি ম্যাচ গুরুত্ত্বপূর্ণ। এটা অলিম্পিক। এটা মোটেই সহজ হবে না। এক একটা পয়েন্টের লড়াই হবে।’ এবারের অলিম্পিকে ষষ্ঠ বাছাই এমনসব কথাই বলেছেন।
আরও পড়ুন –  অলিম্পিক মাতাবে  রহমানের সুর

গ্রুপ লিগের দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এ পর্যন্ত লড়াইয়ে সব কটিতেই জিতেছেন সিন্ধু। নগানকে ৫ বারই। আর পলিকারপভাকে ২ বার।

ব্যাডমিন্টনের পদকের লড়াই শুরু হবে ২৪ জুলাই থেকে।

ছবি:সৌ-ট্যুইটার।

RELATED ARTICLES

Most Popular