Sunday, August 3, 2025
HomeকলকাতাPark Circus: পার্ক সার্কাস গুলি কাণ্ডের জের, অবসাদগ্রস্ত পুলিস কর্মীদের নামের তালিকা...

Park Circus: পার্ক সার্কাস গুলি কাণ্ডের জের, অবসাদগ্রস্ত পুলিস কর্মীদের নামের তালিকা তৈরির নির্দেশ নগরপালের

Follow Us :

কলকাতা: পার্ক সার্কাস গুলি কাণ্ডের জের। এবার কলকাতা পুলিসের অবসাদগ্রস্ত কর্মীদের চিহ্নিত করে তাদের নামের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল। বুধবার তিনি কলকাতা পুলিসের যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিংহ সরকারকে এই নির্দেশ দেন। এর পরেই সেই নির্দেশ পৌঁছে দেওয়া হয় কলকাতা পুলিসের সমস্ত ডিভিশনাল এবং ব্যাটালিয়ানের ডিসিদের কাছে। আগামী এক সপ্তাহের মধ্যে সেই তালিকা তৈরি করার নির্দেশ দেন পুলিস কমিশনার। এরপর সেই তালিকা মিলিয়ে অবসাদগ্রস্ত পুলিস কর্মীদের কাউন্সেলিং করা হবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।

কয়েকদিন আগেই পার্ক সার্কাসের বাংলাদেশ দূতাবাসের সামনে এলোপাতাড়ি গুলি চলে। নিজের স্বয়ংক্রিয় রাইফেল থেকে ১০ রাউন্ড গুলি চালায় কলকাতা পুলিসের পঞ্চম ব্যাটেলিয়ানের কনস্টেবল চোদুপ লেপচা। সেই গুলিতে মৃত্যু হয় হাওড়ার দাসনগরের তরুণী রিমা সিংয়ের। গুলিবিদ্ধ হন আরও দুজন। বেপরোয়া গুলি চালিয়ে নিজেও আত্মঘাতী হন অবসাদগ্রস্ত ওই কনস্টেবল। ঘটনার পরেই পুলিস কমিশনার জানিয়েছিলেন, ওই কনস্টেবল মানসিক অবসাদগ্রস্ত ছিল। সেই কারণেই এই ভাবে সে গুলি চালায়। কলকাতার পুলিস কর্মীদের কাউন্সেলিং করা হবে।

সেই কথা অনুযায়ী এবার মানসিক অবসাদগ্রস্ত পুলিসকর্মীদের নামের তালিকা তৈরি করার নির্দেশ দিলেন নগরপাল। লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, আত্মঘাতী কনস্টেবলের চাকরি স্থায়ী ছিল না। সেই কারণে তাঁর বাড়ির লোকজন চাকরির বিমার কোনও টাকা এবং মৃত্যুকালীন কোনও সুযোগ সুবিধা পাবেন না। তার উপর ওই কনস্টেবলের বিরুদ্ধে তরুণীকে খুনের অভিযোগ রয়েছে। সেই কারণে কনস্টেবলের বাড়ির লোকজন লালবাজার থেকে কোনও সুযোগ-সুবিধা পাবেন না।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39