Sunday, August 3, 2025
HomeCurrent NewsDuttapukur Shootout: দত্তপুকুরে শুটআউটের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিস

Duttapukur Shootout: দত্তপুকুরে শুটআউটের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিস

Follow Us :

দত্তপুকুর: দত্তপুকুরে শুটআউটের ঘটনায় মঙ্গলবার ভোররাতে একজনকে গ্রেফতার করল পুলিস। মানিক ব্যাপারী নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে দত্ত পুকুর থানার পুলিস। সোমবার ভরসন্ধ্যায় কাসেমপুর পঞ্চায়েতের খেজুরতলায় খুন হন জমি ব্যবসায়ী মন্মথ মণ্ডল। আচমকাই দুটি গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। সূত্রের জানা যায়, মৃত ওই ব্যক্তি প্রাক্তন বিজেপি কর্মী ছিলেন।

স্থানীয় সূত্র অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ মন্মথ মণ্ডল নামে ওই ব্যক্তি খেজুরতলা এলাকা থেকে রাস্তা দিয়ে একাই যাচ্ছিলেন। সেই সময় দুষ্কৃতিরা বাইকে করে এসে দু-রাউন্ড গুলি চালায়। ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথা এবং বুক লক্ষ্য করে গুলি চালানো হয়। যদিও কোনও গুলির শব্দ শোনা যায়নি।

আরও পড়ুন: Mamata Banerjee: আজ আসানসোলে মমতা, যোগ দেবেন কর্মী সম্মেলনে

গুলি লাগার পরেই মাটিতে লুটিয়ে পড়েন মন্মথ। স্থানীয়রা তৎপরতায় তাঁকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছন দত্তপুকুর থানার পুলিস এবং এসডিপিও। স্থানীয়দের দাবি, ওই এলাকায় এই ধরণের কোনও ঘটনা আগে ঘটেনি। স্বাভাবিক ভাবেই এদিনের এই ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39