Tuesday, August 5, 2025
HomeCurrent NewsNDPS Court: পুরুষ লকআপে মহিলা ঢুকলেন কী করে? ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য

NDPS Court: পুরুষ লকআপে মহিলা ঢুকলেন কী করে? ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য

Follow Us :

কলকাতা: চাঞ্চল্যকর ভিডিয়ো আলিপুরের এনডিপিএস কোর্টের মেনস লকআপে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আলিপুরের এনডিপিএস কোর্টের মেনস লকআপে বিজেপি নেতা রাকেশ সিং ও বিজেপি নেত্রী অমৃতা সিংকে। কোর্টে ইনস্পেক্টরের উপস্থিতিতে কোকেন মামলার মূল অভিযুক্ত রাকেশ সিং ও পাচারকারী অমৃতাকে কথা বলতে দেখা যায়। প্রশ্ন উঠছে, এই দুই অভিযুক্ত কী করে কোর্ট ইনস্পেক্টরের ঘরে কথা বলতে পারে। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।

এটি একটি ব্রেকিং নিউজ। খবরটি কলকাতা টিভি ডিজিটাল সদ্য প্রকাশ করেছে। এ সংক্রান্ত আরও বিস্তারিত খবর কিছুক্ষণের মধ্যেই আপডেট করা হবে। সেই খবর পেতে নজর রাখুন কলকাতা টিভি ডিজিটালের হোম পেজে। সমস্ত খবরের খুঁটিনাটি, যাবতীয় তথ্য খতিয়ে দেখার পরই কলকাতা টিভি ডিজিটাল খবর প্রকাশ করে থাকে। একেবারে নির্ভুল, তথ্যসমৃদ্ধ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে কলকাতা টিভি ডিজিটাল দায়বদ্ধ। ফেক নিউজের পাহাড় থেকে খুঁজে খুঁজে প্রকৃত খবর পাঠক, দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কলকাতা টিভি ডিজিটালের সাংবাদিকরা কোনও চেষ্টা সরিয়ে রাখে না।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39