Sunday, August 3, 2025
HomeCurrent NewsSamik Bhattacharya: দ্রৌপদীকে সমর্থন করুন, মমতাকে পাল্টা চাপ বিজেপির

Samik Bhattacharya: দ্রৌপদীকে সমর্থন করুন, মমতাকে পাল্টা চাপ বিজেপির

Follow Us :

কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করে দিল বিজেপি। শুক্রবার মমতা বলেন, রাষ্ট্রপতি পদে সর্বসম্মত প্রার্থী দেওয়া নিয়ে বিজেপি আগে আমাদের সঙ্গে কথা বলেনি। বললে অন্যরকম ভাবা যেত। তিনি জানান, রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, এনডিএ প্রার্থী যে জিতবেন, এটা একটা বাচ্চা ছেলেও জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উচ্চতার নেত্রীর তা বলার দরকার পড়ে না। তিনি দাবি করেন, ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি প্রার্থী করার ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রীরা সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। এখন মুখ্যমন্ত্রী প্রান্তিক মানুষের কথা চিন্তা করে এখন এ ধরনের কথা বলছেন।

শমীক বলেন, আমরা কোনও বিতর্ক চাই না। আমরা তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভোট চাই। ইতিমধ্যেই আমাদের দলের রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দ্রৌপদী মুর্মুর জন্য সমর্থন চেয়েছেন।

আরও পড়ুন: WB Corona: রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে পজিটিভিটি রেট

মমতা এদিন বলেন, ১৮ টি বিরোধী দল বসে বিরোধী জোটের প্রার্থী চূড়ান্ত করেছে। আমি এখন এককভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারব না। এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র বলেন, সেটা তৃণমূল নেত্রীর বাধ্যবাধকতা। আমরা এটুকু বলতে পারি, ১৮ টি দলের মধ্যে শেষ পর্যন্ত আটটি দলও ঐক্যবদ্ধ থাকবে না। মুথ্যমন্ত্রী যদি চান, এখনও তিনি দ্রৌপদীকে সমর্থন করতে পারেন।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39