টেলিভিশনের বিভিন্ন রিয়ালিটি শো নিয়ে মানুষের কৌতূহল অপরিসীম। সম্প্রতি একটি ডান্স রিয়ালিটি শো এর মঞ্চে বিচারকের আসনে বলিউডের হার্টথ্রব নায়িকার নাম নিয়ে কিছুদিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা। সোশ্যাল মিডিয়ায় বারবার অভিনেত্রী কাজলের নাম উঠে এসেছিল। কিন্তু ভক্তদের মন যথেষ্ট খারাপ হয়েছে যখন অভিনেত্রী নিজেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনি কোনভাবেই এই নাচের রিয়েলিটি শো’এ বিচারকের আসন নেবেন না।শোনা যাচ্ছে, একটি জমজমা ট থ্রিলার ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন ডিডিএলজে-নায়িকা কাজল। লেখক পরিচালক সুপর্ণ ভার্মা এই ওয়েব সিরিজটি তৈরি করবেন। সেইসঙ্গে বলিউড ভক্তদের সামনে রয়েছে আরেকটি সারপ্রাইজ। কাজল বিচারকের আসনে না থাকলেও দেখা যাবে আর এক বলিউড হাইপ্রোফাইল নায়িকাকে। পর্দায় যে বলিউড নায়িকার নাচ জনপ্রিয়তার শীর্ষে, সেই মাধুরী দীক্ষিতকে। আর সেই চমকেই নেটিজেনরা যেন নতুন অক্সিজেন পেয়েছেন। প্রসঙ্গত,এই রিয়ালিটি শো এর এর বিচারকের আসনে অভিনেত্রী এক সময় ছিলেন। তারপর টানা পাঁচ বছর বিরতি। আবার এবছর দশম সিজনে এই নাচের রিয়ালিটি শো-এর মঞ্চে ফিরছেন মাধুরী। নেটিজেনরা অনেকেই বলছেন, এটা যেন মাধুরীর ঘরে ফেরা। দীর্ঘদিন এই মঞ্চে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তারপর তিনি অন্য রিয়ালিটি শো এর চুক্তিবদ্ধ হয়েছিলেন। মাধুরীর এই কামব্যাকে ভক্তরা সকলেই খুশি। এই ডান্স রিয়েলিটি শো এর সর্বশেষ সিজনে বিচারক হিসেবে ছিলেন অভিনেতা শাহিদ কাপুর ও জ্যাকলিন ফার্নান্ডেজ। এই নতুন সিজনে অবশ্য তাঁরা কেউ থাকছেন না।
Html code here! Replace this with any non empty text and that's it.