Sunday, August 17, 2025
HomeScrollIND vs ENG T20: আবার সেই এজবাস্টন, বদলা চাই রোহিতদের

IND vs ENG T20: আবার সেই এজবাস্টন, বদলা চাই রোহিতদের

Follow Us :

এক সপ্তাহ আগে এই এজবাস্টনে মাথা নীচু করে মাঠ ছাড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ৭ উইকেটে হারতে হয়েছিল টেস্ট ম্যাচ। জেতা হয়নি সিরিজ। ২-১ ম্যাচে এগিয়ে থাকা পাঁচ ম্যাচের সিরিজ ড্র ( ২-২) হয়েছিল। ২০০৭ সালের পর আর জেতা হল না।

আজ আবার সেই এজবাস্টনে ভারত – ইংল্যান্ড ম্যাচ। এবার লড়াই চলছে টি টোয়েন্টির। প্রথমটিতে ভারত জিতে ১-০ তে এগিয়ে। আজ সেই এজবাস্টনে ম্যাচ জিতলে সিরিজ জয় ভারতের নিশ্চিত।

এই ম্যাচে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরাহ আর রবীন্দ্র জাদেজারা। তাই প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে।

কিন্তু কোহলি খেলবেন কার বদলে? দীপক হুদা যা মার কাটারি ব্যাটিং করে সেঞ্চুরি করে দেখিয়েছেন, তাতে এই ম্যাচে তাঁকে বসতে হলে সেটা অন্যায় হবে। হতে পারে সেই ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ছিল। আর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১৭ বলে ৩৩ রান করে ধারাবাহিকতা বজায় রেখেছেন। সাউথাম্পটনে সফল হুডা।

ভারতীয় শিবির বেশি খুশি, হার্দিক পান্ডিয়া ফর্মে ফিরে এসেছেন। আর তা অলরাউন্ডারের ভূমিকায়। ৩৩ বলে ৫১ রান করেছিলেন ৬টি চার আর একটি ছক্কায়। দল পৌঁছে গিয়েছিল ৮ উইকেটে ১৯৮ রানে। নেতা রোহিত আর সূর্যকুমার যাদব কিছু রান পেয়েছিলেন। কিন্তু শেষ ৫ ওভারে ৫ উইকেট খুইয়ে ৫৭ রান তোলাটা দলকে চিন্তায় রেখেছে। হয়তো ম্যাচ জেতা নিয়ে ভুগতে হয় নি, কিন্তু ম্যাচ বেশ কিছু ক্যাচ মিস হয়েছিল। হার্দিক ৩৩ রানে ৪ উইকেটে নিয়েছিলেন, নিজের কোটার ৪ ওভারে। সঙ্গে ভুবনেশ্বর কুমার, আর্শদীপ, যজুবেন্দ্র চাহাল ছিলেন। ইংল্যান্ডের মারকুটে ব্যাটিংকে কব্জা করে নিয়েছিল।

ইয়ন মর্গান সরে দাঁড়ানোর পর, আগের ম্যাচে ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটিং যুতসই হয়নি। হতে পারে নেতা জস বাটলার, জ্যাসন রয় কিংবা ডেভিড মালান, এমনকি লিয়াম লিভিংস্টোন ভারতীয় বোলারদের সুইং বলে পাল্টা কিছু করে দেখাতে পারেননি।

বরঞ্চ, ব্রিটিশ বোলাররা শেষ ৩ ওভার মাত্র ২০ রান দিয়ে পরপর উইকেটে তুলে নিয়েছিল। ডান হাতি পেসার ক্রিস জর্ডন ২৩ রানে ২ উইকেট নেন। অন্যদের ওভার পিছু ৮ রান করে দিতে দেখা গেছে। এই দুটি ম্যাচের মাঝে মাত্র এক দিনের ব্যবধান, তাই নিজেদের সামলে নেওয়ার কাজটি ইংল্যান্ডের বেশ কঠিন। বরঞ্চ মানসিক ভাবে ম্যাচ জিতে ভারত এগিয়ে আজকের ম্যাচের আগে।

ভারতীয় দলে আছেন : রোহিত ( অধিনায়ক), ঈশান কিষাণ, কোহলি, সূর্যকুমার, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক ( উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক, জাদেজা, চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, বুমরাহ, ভুবনেশ্বর, আবেশ খান, হার্শাল প্যাটেল এবং উমরান মালিক।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Election Commission | ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন দীপঙ্কর ভট্টাচার্য
00:00
Video thumbnail
West Bengal | Election Commission | পশ্চিমবঙ্গে কবে SIR? কী জানাল নির্বাচন কমিশন? দেখুন বিগ আপডেট
04:04:55
Video thumbnail
Rahul Gandhi | দেশজুড়ে SIR বি/ত/র্ক, এই আবহে রাহুলের পদযাত্রা, নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স
04:54:51
Video thumbnail
Rahul Gandhi | ভোট অধিকার যাত্রা, কী বলছেন রাহুল গান্ধী? দেখুন সরাসরি
08:57
Video thumbnail
Election Commission | ৬ মাসে ২২ লক্ষ ভোটার মৃ/ত, কী ব্যাখ্যা কমিশনের?
06:42
Video thumbnail
Rahul Gandhi | Bihar | রাহুলের বিহার যাত্রার আগে কি অবস্থা নির্বাচন কমিশনের? দেখুন স্পেশাল রিপোর্ট
10:43:50
Video thumbnail
Rahul Gandhi | Election Commission | সাত দিনের ডেডলাইন রাহুল vs কমিশন, কী হবে এবার?
06:05
Video thumbnail
Election Commission | বিহারে SIR-এর পর নির্বাচন কমিশনের প্রথম সাংবাদিক বৈঠক, দেখুন সরাসরি
04:05:11
Video thumbnail
EC | Rahul Gandhi | 'ক্ষমা চান দেশবাসীর কাছে', নির্বাচন কমিশনের নি/শা/নায় রাহুল গান্ধী
06:03
Video thumbnail
Election Commission | West Bengal | বাংলায় কবে SIR? কী বলল ইলেকশন কমিশন? জেনে নিন এই ভিডিয়োয়
11:01