Sunday, August 3, 2025
Homeকলকাতাব্যক্তিগত কারণ দেখিয়ে সৌমেন্দু-শ্মশান মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী

ব্যক্তিগত কারণ দেখিয়ে সৌমেন্দু-শ্মশান মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী

Follow Us :

কলকাতা: ব্যক্তিগত কারণ দেখিয়ে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী। সোমবার রাঙ্গামাটি শ্মশান দুর্নীতির মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন বিচারপতি চৌধুরীর। পাশাপাশি, বাতিস্তম্ভ সংক্রান্ত অধিকারী পরিবারের অপর একটি মামলা থেকেও এদিন অব্যাহতি নেন তিনি। এবার মামলা দু’টি ফেরত যাবে প্রধান বিচারপতির কাছে। তিনিই পরবর্তী বেঞ্চ নির্ধারিত করবেন।

কাঁথি পুরসভা পুরপ্রধান সৌমেন্দু অধিকারী থাকাকালীন কাঁথি কলেজ মাঠ সংলগ্ন রাঙ্গামাটি শ্মশানের সামনে বেশ কয়েকটি স্টল নির্মাণ এবং সৌন্দর্যায়ানের কাজ হয়। ওই স্টল নির্মাণে কাঁথি পুরসভার পক্ষ থেকে দু কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছিল। 

স্টলগুলি নির্মাণ করেছিলেন ঠিকাদার সতীনাথ দাসঅধিকারী। তাঁর তত্ত্বাবধানে ছিলেন কাঁথি পুরসভা সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরা। এই স্টল নির্মাণের ক্ষেত্রে বিস্তর দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠে আসে। অভিযোগের ভিত্তিতে তদন্তে দাবি জানান বর্তমান কাঁথি পুরসভা পুরপ্রধান সুবল মান্না।

বুধবার কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিস তদন্তে নেমে রাতেই পুরসভার ঠিকাদার ও সহকারী ইঞ্জিনিয়ারকে আটক করে থানায় নিয়ে আসে। দীর্ঘ জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসঙ্গতি দেখা দিলে তারপর এই দুই জনকে গ্রেফতার করে।  কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস বলেন, কাঁথি পুরসভা পুরপ্রধান সুবল মান্নার অভিযোগের ভিত্তিতে পুরসভার ঠিকাদার ও সহকারী ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39