Thursday, August 14, 2025
Homeজেলার খবরহাওড়ার শ্যামপুরে নদীবাঁধে ভাঙন, আতঙ্কে বাসিন্দারা

হাওড়ার শ্যামপুরে নদীবাঁধে ভাঙন, আতঙ্কে বাসিন্দারা

Follow Us :

হুগলি: কাজ চলাকালীনই হাওড়ার দিকে বাঁধে ধস নামল হুগলি নদীতে। শ্যামপুরের বেলাড়ি পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুরে ৩০ মিটার এলাকা জুড়ে ধস নামে। শুক্রবার রাতেই বাঁধে ফাটল লক্ষ্য করেন স্থানীয়রা। শনিবার তা নদী গর্ভে তলিয়ে যায়। বর্ষার মরসুমে ভরা কটালের আগেই এর ফলে চিন্তার ভাঁজ পড়ল বেলাড়ি পঞ্চায়েতের প্রায় চারটি গ্রামের বাসিন্দাদের কপালে। সেচ দফতর অবশ্য মেরামতির কাজ শুরু করেছে।

যদিও স্থানীয়রা জানান, মেরামতি করলেও কাজের কাজ কিছু হবে না। মাস ছয়েক আগেই পূর্ব বাসুদেবপুরে নদী বাঁধে ১৪০ মিটার এলাকায় ধ্বস নেমেছিল। বাঁধের অনেকটা নদীতে চলে যায়। সেচ দফতর বালি ও মাটির বস্তা, ভাঙা ইট ফেলে বাঁধ মেরামত করে। গ্রামের দিকে অন্য আর একটি বাঁধ তৈরি করা চলছিল। সেই কাজের মধ্যেই শুক্রবার নতুন বিপত্তি ঘটল। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেচ দফতরের অফিসাররা।

ধ্বসের ফলে আতঙ্কে ভুগছেন চারটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। স্থানীয়রা বলেন, আর দুসপ্তাহ পরেই ষাঁড়াষাঁড়ির ভরা কটাল। তখন কী হবে, কে জানে। পাকাপোক্ত বাঁধ না হলে আবার তা ভেঙে নদীতে চলে যাবে। পঞ্চায়েত প্রধান শিখা প্রামাণিক বলেন, নদীতে দীর্ঘদিন ড্রেজিং হয়নি। বড় জাহাজ গেলে তার ঢেউয়ে পাড়ের মাটির ক্ষতি হচ্ছে। আমরা সেচ দফতরের সঙ্গে কথা বলছি।

RELATED ARTICLES

Most Popular