Tuesday, August 5, 2025
Homeবিনোদনপ্রথম তিন থেকে ছিটকে গেল 'মিঠাই', সেরা কে?

প্রথম তিন থেকে ছিটকে গেল ‘মিঠাই’, সেরা কে?

Follow Us :

অকল্পনীয় রদবদল ঘটে গেল বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায়। দর্শকদের হতাশ করে সেরা ধারাবাহিকের শিরোপাতা করতে হলো ‘মিঠাই’কে। নিজের জায়গা ছেড়ে আবার পিছিয়ে যেতে হলো দর্শকদের পছন্দের এই ধারাবাহিককে। প্রথম স্থান থেকে ধাক্কা খেয়ে চলে গেল চতুর্থ স্থানে। এই সপ্তাহের সেরা সেরা ঋদ্ধি-খড়ির যুগলবন্দী ‘গাঁটছড়া’। প্রাপ্ত রেটিং ৮.২। অন্যদিকে নিজের জায়গা ধরে রেখেছে ‘গৌরী এলো’। ঈশান-গৌরীর প্রেমের গল্প দর্শকরা ভালই উপভোগ করছে। দ্বিতীয় স্থানে তাদের রেটিং ৮.০। আর তিন নম্বরে রয়েছে ‘আলতা ফড়িং’। দর্শকদের অনেকেরই ধারণা মিঠাই-উচ্ছেবাবুর প্রেম নাকি আর তেমন ভালো লাগছে না পর্দায়। অনেকটাই একঘেয়েমি করে তুলেছে নাকি মোদক পরিবারের এই কাহিনী। তাই এই টিআরপি পতন। এদিকে পাঁচ নম্বরে রয়েছে, ‘ধুলোকনা’। ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ কিন্তু এখনো টিআরপি তালিকায় খাতা খুলতে পারেনি। বরঞ্চ ‘মাধবীলতা’ রয়ে গেছে প্রথম দশের মধ্যে। আগামী দিনে আসতে চলেছে আরো নতুন ধারাবাহিক। দেখা যাক টিআরপি টক্করে তারা কেমন ফল করে!

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39