হ্যাপি বার্থ ডে টু ইউ ‘বাবু’।
‘বাবুর’ জন্মদিনে (birthday) চাঁদের হাট কলকাতা চিড়িয়াখানায়। রাজকীয় মেজাজে ‘বাবুর’ জন্মদিন পালন করা হল। অনেকদিন ধরেই আলিপুর চিড়িয়াখানায় (zoo) দর্শকদের কাছে জনপ্রিয় ‘বাবু’। এই শিম্পাঞ্জির কাণ্ডকারখানা দেখতে বারবার ছুটে আসেন অনেকে। আমজনতার ভালোবাসা আদায় করে ফেলেছে চিড়িয়াখানার মিশুকে এই সদস্য।
সেই বাবুর জন্মদিন সেলিব্রেট করতে বুধবার আলিপুর চিড়িয়াখানায় হাজির ছিলেন সেলেবরা। বাবুকে দত্তক নিয়েছিলেন অভিনেতা দম্পতি সোহিনী সেনগুপ্ত ও সপ্তর্ষি মৌলিক। এদিন তাঁরা কেক কেটে বাবুর জন্মদিন পালন করেন। ছিলেন সঞ্চালক মীর, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
আরও পড়ুন Hrittik Saba Diwali:পরিবারের সঙ্গে নয়, হৃতিক দিওয়ালি কাটালেন বিশেষ বান্ধবীর সঙ্গে
মীর বলেন, চিড়িয়াখানার ডিরেক্টর আশিস সামন্তকে ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। স্বস্তিকা বলেন, ছোটবেলায় বাবুর কেরামতি দেখার জন্য নানারকম খাবারের প্যাকেট নিয়ে আসতাম। সেসব পেয়ে বাবুর সে কী আনন্দ! সোহিনী সেনগুপ্ত বলেন, ভাইফোঁটার আগের দিন আমার ভাই বাবুর জন্মদিন পালন হল। ওর শুভকামনা প্রার্থনা করি।
চেন্নাইয়ের অরিগান জিওলজিকাল পার্ক থেকে ১৯৯৮ সালে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয় ছোট্ট শিম্পাঞ্জি ‘বাবুকে’। তখন থেকেই ‘বাবু’ যেন চিড়িয়াখানার আকর্ষণের (attraction) কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আট থেকে ৮০ সকলেই ছুটে আসেন বাবুর খেলা বা কেরামতি দেখবার জন্য। ৩৪ বছর বয়স হয়ে গেল বাবুর। কিন্তু, আজও বাবুর সেই এনার্জি অমলিন।
এদিন দর্শকদের ভ্রাতৃদ্বিতীয়ার ভালোবাসা ছড়িয়ে দিয়ে তাঁদের সঙ্গে আনন্দে মেতেছিল বাবু। এত দর্শক দেখে রীতমোত খোশমেজাজে ছিল বাবু। কখনও দৌড়ে, কখনও ডিগবাজি খেয়ে কখনও হাততালি দিয়ে নানা কসরত করে বাবু। দর্শকদের দিকে ফলও ছুঁড়ে দিতে দেখা যায় খুশিতে ভরপুর বাবুকে।