ভোপাল: ছেলে বায়না ধরেছিল বিয়ে করবে। মা (mother)বলেছিলেন, আগে একটা কাজের চেষ্টা কর। তারপর বিয়ে দেওয়া হবে। কিন্তু, বিয়ে করতে গোঁ ধরেছিল সেই ছেলে। এই নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে তার ঝগড়া লেগে থাকত। শেষে মাকে রাজি করাতে না পেরে ছেলের ধারণা হয়, মা বুঝি ডাইনি (witch)। তাই বিয়েতে রাজি হচ্ছেন না। ইন্টারনেটে ভূতের ভিডিও দেখতে ভালোবাসত সে। সেখান থেকেই তার মাকে ডাইনি বলে মনে হতে থাকে। শেষে একদিন ঝগড়া চলাকালীন ক্রিকেট ব্যাট ও লোহার রড দিয়ে বৃদ্ধা মাকে খুন করে ওই কীর্তিমান ছেলে। মঙ্গলবার মধ্যরাতে এরকমই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে কো-ই-ফিজা (koh-e-fiza) থানা এলাকায় একটি বাড়িতে। পুলিশ অভিযুক্ত আব্দুল আহমেদ ফারহানকে (৩২) গ্রেফতার করেছে। মৃতার নাম আসমা ফারুক (ashma faruk) (৬৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্থ রোজগারের ব্যবস্থা না করে ছেলেকে বিয়ে করতে নিষেধ করেছিলেন মা। এই নিয়ে ঝগড়ার সময় মাকে খুনের অভিযোগ উঠল কমার্স গ্র্যাজুয়েট ওই ছেলের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে বলে সেখানকার থানার তদন্তকারী আধিকারিক প্রদীপ গুজ্জর জানিয়েছেন। বাড়িতে পরিবারের অন্য সদস্যরা তখন ছিলেন না। সেই সুযোগে মাকে নৃশংসভাবে মেরে ফেলে ফারহান।
আরও পড়ুন: Deadbody in Train:উত্তরদিনাজপুরে ট্রেনের কামরায় মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
পরে পরিবারের সদস্যরা ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় আসমা মাটিতে পড়ে আছেন। ফারহান জানায়, মা পড়ে গিয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়। মৃতদেহ দেখে পুলিশের সন্দেহ হওয়ায় ফারহানকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরায় সে খুনের কথা স্বীকার (confess) করে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে।