Friday, August 8, 2025
HomeদেশKarnataka BJP: কর্নাটকের প্রাক্তন বিজেপি মন্ত্রী কংগ্রেসে

Karnataka BJP: কর্নাটকের প্রাক্তন বিজেপি মন্ত্রী কংগ্রেসে

Follow Us :

বেঙ্গালুরু: ফের বিজেপিতে ধাক্কা। এবার কর্নাটকে বিজেপির প্রাক্তন মন্ত্রী যোগ দিলেন কংগ্রেসে। মঙ্গলবার বীরশৈব লিঙ্গায়ত সম্প্রদায়ের বিজেপির প্রাক্তন মন্ত্রী ইউ বি বানাকর যোগ দেন কংগ্রেসে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের নিজের জেলা হাভেরিতে বানাকরের বিশাল প্রভাব রয়েছে বলে জানা গিয়েছে। তাঁর এই যোগদানে কংগ্রেসেক বাড়তি অক্সিজেন পাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এদিন কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার উপস্থিতিতে তিনি কংগ্রেসে যোগ দেন। তাঁর যোগদানের পরই এদিন কংগ্রেস দাবি করেছে, আগামী বছর কর্নাটকের নির্বাচনে কংগ্রেস ১৫০টি আসন পাবে।

বিস্তারিত আসছে…

RELATED ARTICLES

Most Popular