Thursday, August 14, 2025
HomeCurrent Newsক্যানিংয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, খুন গৃহবধূ

ক্যানিংয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, খুন গৃহবধূ

Follow Us :

ক্যানিং: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় মর্মান্তিক পরিণতি হল গৃহবধূর। অভিযোগ উঠেছে স্বামী এবং শ্বশুর বাড়ির বিরুদ্ধে।  মৃতার নাম প্রীতি সর্দার(২০)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যানিং থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গলাডহরা গ্রামে।

সূত্রের খবর অনুযায়ী, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করেছিলেন স্ত্রী। এরপরই স্ত্রীকে পিটিয়ে খুন করা হয়। তারপর  আগুনে পুড়িয়ে মারার অভিযোগও ওঠে। অগ্নিদগ্ধ অবস্থায় প্রীতিকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী ঝন্টু সর্দার সহ পরিবারের বাকি সদস্যরা। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, বিয়ের পর থেকেই অত্যাচার করা হত ঐ গৃহবধূর উপর। এরপর ঝন্টুর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারার পর অত্যাচার বেড়ে গিয়েছিল বলে অভিযোগ মৃতার পরিবারের। স্বামী সহ শ্বশুর, শাশুড়ি সকলে মিলেই অত্যাচার করত বলেও অভিযোগ করা হয়েছে।  এছাড়াও বিভিন্ন সময়ে টাকা পয়সা সহ বিভিন্ন দাবী দাওয়া করত অভিযুক্ত পরিবার। ইতিমধ্যেই পলাতক অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

RELATED ARTICLES

Most Popular