Wednesday, July 30, 2025
Homeজেলার খবরAwas Yojana Demise: আবাস যোজনার সমীক্ষায় চাপ,  আইসিডিএস কর্মীর ঝুলন্ত দেহ

Awas Yojana Demise: আবাস যোজনার সমীক্ষায় চাপ,  আইসিডিএস কর্মীর ঝুলন্ত দেহ

Follow Us :

বারাসত: আবাস যোজনার সমীক্ষার (Awas Yojana) কাজ করতে গিয়ে মানসিক চাপ (Mental Pressure সহ্য করতে পারছিলেন না এক আইসিডিএস(Icds)  কর্মী। সেই কারণে রেবা বিশ্বাস রায়(Reba biswas Roy)। নামে বসিরহাটের স্বরূপনগরের বাসিন্দা ওই মহিলা আত্মঘাতী হন বলে অভিযোগ। 
সোমবার সকালে (Basirhat) স্বরূপনগর থানার (Swarupnagar PS)) সারাফুল ডাকবাংলো গ্রাম পঞ্চায়েতের বিশ্বাস পাড়ায় বাড়ির পিছনে কাঁঠাল গাছে রেবার ঝুলন্ত দেহ দেখা যায়। পুলিশ (pOLICE) ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর স্বামী কুড়ি বছর আগে মারা যান। তিনি বাপের বাড়িতে থাকতেন। কয়েক বছর ধরে আইসিডিএস কর্মী হিসেবে কাজ করছিলেন। ময়না তদন্তের জন্য মৃতদেহ বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
 আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে হেনস্তার শিকার হতে হচ্ছে সরকারি আধিকারিক (Government Official), আইসিডিএস কর্মীদের। তবে এই প্রথম এই কাজে জড়িত কোনও কর্মীর আত্মহত্যার অভিযোগ উঠল। পরিবারের অভিযোগ, দুদিন আগে আবাস যোজনার ঘর সরেজমিনে দেখতে গ্রামে গেলে গ্রামবাসীদের একাংশের গালিগালাজের মুখে পড়েন তিনি। তাঁর উপরে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার জন্য চাপ ছিল। এই দুইয়ের জেরে বেশ কয়েকদিন ধরে মানসিক দ্বন্দ্বে ভুগছিলেন বলে রেবার মায়ের দাবি। তবে ঘটনায় বিডিও কৃষ্ণগোপাল ধারা বলেন, এই ঘটনা দুঃখজনক। ওঁকে কোনও চাপ দেওয়া হয়নি। প্রশাসনের নির্দেশ মেনে সবাইকেই কাজ করতে হচ্ছে, আমাদেরকেও করতে হচ্ছে।
আরও পড়ুন: Partha Chatterjee: ডিসেম্বরে কী হবে? কোর্ট চত্বরেই জবাব দিলেন পার্থ চট্টোপাধ্যায়
মৃতার পরিবারের লোকেরা জানিয়েছেন, বোন অঞ্জলি মণ্ডল ও দাদা গোপাল বিশ্বাসকে ঘটনাটি বিস্তারিত জানান তিনি। তাঁদের দাবি, রবিবার দুপুরে রেবা জানিয়েছিলেন, এই চাপ তিনি সহ্য করতে পারছিলেন না। 

সারাফুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান অরুণ বিশ্বাস বলেন, রেবা আমাকেও বেশ কয়েকদিন ধরে এই কথা জানাচ্ছিলেন। আমি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলেছিলাম। তবে এর জন্য রেবা আত্মহত্যা করলেন কেন বুঝতে পারছি না। যাঁরা এর সঙ্গে যুক্ত তাঁদের শাস্তির দাবি জানিয়েছেন মৃত রেবাদেবীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ ও স্থানীয় ব্লক প্রশাসন।  এদিকে আইসিডিএস কর্মীর মৃত্যুর ঘটনায় স্বরুপনগর ও  বিথারী সীমান্ত রোডে এদিন দুপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। পাশাপাশি স্বরূপনগর বিডিও অফিসে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা।

এই ঘটনায় কয়েকশো আশা ও আই সি ডি এস কর্মী স্বরূপনগর বিডিও কৃষ্ণ গোপাল ধারাকে স্মারকলিপি জমা দেন। পাশাপাশি কেন্দ্রীয় আবাস যোজনা ঘরের সার্ভে করার ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার কথা বলেন। আশা কর্মীরা জানান, আমরা একদিকে গ্রামবাসী অন্যদিকে প্রশাসন এই দুইয়ের চাপে মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছি। যেখানে ঘর সার্ভে করতে যাচ্ছি সেখানেই বিভিন্নভাবে আমাদের হেনস্তা করা হচ্ছে। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | অপারেশন সিঁদুর নিয়ে পার্লামেন্টে বক্তব্য রাখছেন রাহুল গান্ধী, দেখুন Live
49:51
Video thumbnail
Rajnath Singh | রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে সরব রাজনাথ সিং, দেখুন সরাসরি
02:07:30
Video thumbnail
Mamata Banerjee | 'বাংলাকে ব/ঞ্চনা মানব না'
01:41:15
Video thumbnail
Congress | নয় ট্রাম্পের মুখ বন্ধ করুন, নাহলে ম‍্যাকডোনাল্ড বন্ধ করুন
01:11:16
Video thumbnail
Tejashwi Yadav | কী করে পহেলগামে অ্যা/টা/ক হল? বি/স্ফো/রক তেজস্বী যাদব
52:45
Video thumbnail
Donald Trump | Putin | ট্রাম্পের হু/ম/কির মুখে পুতিন! কোন নয়া স্ট্র্যাটেজি মার্কিন প্রেসিডেন্টের?
01:23:20
Video thumbnail
Amit Shah | 'জ/ঙ্গিদের পকেটে পাকিস্তানি চকলেট মিলেছে' বি/স্ফো/রক অমিত শাহ
55:20
Video thumbnail
Amit Shah | Pahelgam | 'নি/হ/ত ৩ জ/ঙ্গিই পহেলগাম কাণ্ডের হা/ম/লা/কারী'
45:35
Video thumbnail
Weather Update | ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, বাংলাজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?
01:20:21
Video thumbnail
Metro News | ফের যাত্রী ভোগান্তি, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, কী কারণ?
58:20

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39