Thursday, August 14, 2025
HomeদেশAmit Shah Slams Congress: সংসদে হট্টগোলের দায় কংগ্রেসের ঘাড়ে চাপালেন অমিত শাহ

Amit Shah Slams Congress: সংসদে হট্টগোলের দায় কংগ্রেসের ঘাড়ে চাপালেন অমিত শাহ

Follow Us :

নয়াদিল্লি: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াংয়ে (Tawang) ভারত-চীন সেনা সংঘর্ষ (India-China Clash) নিয়ে সংসদে (Parliament) হট্টগোল পাকানোর দায় কংগ্রেসের ঘাড়ে চাপালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (MHA Amit Shah)। বিরোধীরা মঙ্গলবার সীমান্ত সমস্যা নিয়ে মুলতুবি প্রস্তাব এনে প্রশ্নোত্তর পর্বে হইচই বাধিয়ে দেয়। এর জবাবে অমিত শাহ কংগ্রেসকে একহাত নিয়ে বলেন, ২০০৬ সালে চীনের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েছিল এই দল। এদিন রাজীব গান্ধী ফাউন্ডেশন (Rajib Gandhi Foundation) নিয়ে আলোচনার কথা ছিল। এসব বিতর্ককে ধামাচাপা দিতেই ইচ্ছে করে গোলমাল পাকিয়েছে ওরা।

সাংবাদিকদের সামনে শাহ আরও বলেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দুই কক্ষেই বিবৃতি দেবেন বলে জানানো হয়েছিল। কিন্তু, লোকসভায় বিরোধী দল প্রশ্নোত্তর পর্ব চালাতেই দিল না। আমি এর নিন্দা করি। শাহ দাবি করেন, কংগ্রেস জানত আজ রাজীব গান্ধী ফাউন্ডেশনের বিদেশি বিনিয়োগ নিয়ন্ত্রণ আইন (FCRA) লঙ্ঘনের বিষয়ে আলোচনা হবে। তাঁর আরও অভিযোগ, ২০০৬ সালে ওদের আমলেই চীনের কাছ থেকে তহবিল নেওয়া হয়েছিল। ভারত-চীন সম্পর্ক নিয়ে গবেষণার কথা বলে অর্থ তুললেও কংগ্রেস ১৯৬২-র কুখ্যাত যুদ্ধের কটুসত্য নিয়ে কোনও গবেষণার প্রস্তাব রাখেনি।

আরও পড়ুন: Mamata Banerjee Live: পাখির চোখ মেঘালয়, কী কী বললেন মমতা জেনে নিন

শাহের দাবি অনুযায়ী, ‘৬২ সালের ওই যুদ্ধে ভারত কয়েক হাজার কিমি জমি হারিয়েছিল চীনের কাছে। কিন্তু, কখনও এই প্রশ্নটি তাদের গবেষণার অন্তর্ভুক্ত করার ভাবেনি। তিনি বলেন, আজ প্রশ্নপর্বের ৫ নম্বর বিষয়টি দেখেই আমি কংগ্রেসের উদ্বেগের কারণ বুঝতে পারি। কংগ্রেস যদি এই আলোচনায় সম্মত হয়, তাহলেই দেশ জানতে পারবে কীভাবে এই ফাউন্ডেশন চীনের কাছ থেকে বিদেশি সাহায্যের নামে বেআইনি কাজ করেছে।

RELATED ARTICLES

Most Popular