Placeholder canvas

Placeholder canvas
HomeদেশMilitants Thwarted: শোপিয়ানে গুলির লড়াই, নিরাপত্তা বাহিনীর হাতে নিকেশ তিন লস্কর জঙ্গি...

Militants Thwarted: শোপিয়ানে গুলির লড়াই, নিরাপত্তা বাহিনীর হাতে নিকেশ তিন লস্কর জঙ্গি  

Follow Us :

জম্মু কাশ্মীর: জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) শোপিয়ানে (Shopian) নিকেশ হল তিন লস্কর ই তইবা (Laskar E Taiba) সংগঠনের জঙ্গি। মঙ্গলবার ভোররাতে শোপিয়ান জেলার মুঞ্ঝ মার্গ (Munjh Marg) এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই হয় জঙ্গিদের। তাতেই মৃত্যু হয় তিনজনের। মৃত জঙ্গিদের শনাক্তকরণের কাজ চলছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দুই জঙ্গিকে শনাক্ত করা গিয়েছে। একজনের নাম লতিফ লোনে, সে শোপিয়ানেরই বাসিন্দা। কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit) পুরাণকৃষ্ণ ভাটের হত্যায় জড়িত ছিল সে। অন্যজন অনন্তনাগের (Anantnag) উমর নাজির। নেপালের তিল বাহাদুর থাপাকে হত্যায় জড়িত ছিল সে। এই দুই জঙ্গির থেকে একটি একে ৪৭ (AK 47) রাইফেল এবং দুটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। 

আরও পড়ুন: Weather Update: মঙ্গলবারে নামল পারদ, কিন্তু বড়দিনে হতাশ করবে শীত!  

কাশ্মীর পুলিশের (Kashmir Police) তরফে টুইট করে জানানো হয়েছে, মৃত তৃতীয় জঙ্গির পরিচয় জানার চেষ্টা চলছে। শোপিয়ান জেলার মুঞ্ঝ মার্গে গুলির লড়াই শুরু হয়েছিল। নিরাপত্তা বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলের তত্ত্বাবধানে আছে। সবটা পরে বিশদে জানানো হবে। 

প্রসঙ্গত, গত এক বছর ধরে কাশ্মীর উপত্যকায় ফের নাশকতামূলক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। সেনাঘাঁটিতে হামলা ছেড়ে সহজ টার্গেট অর্থাৎ সাধারণ মানুষক নিশানা করছে জঙ্গিরা। কর্মসূত্রে বহু মানুষ কাশ্মীরে থাকেন, থাকেন বহু পরিযায়ী শ্রমিকও। শেষ এক বছরে ভিন রাজ্য থেকে যাওয়া এমন অনেককেই নাশকতার বলি হতে হয়েছে। এছাড়া কাশ্মীর পণ্ডিতদের উপর হামলা তো আছেই।   

RELATED ARTICLES

Most Popular