Sunday, August 3, 2025
Homeকলকাতাভোরের কলকাতায় নিরাপত্তা খতিয়ে দেখতে সাইকেল সফরে সিপি

ভোরের কলকাতায় নিরাপত্তা খতিয়ে দেখতে সাইকেল সফরে সিপি

Follow Us :

কলকাতা:  ময়দানের রোমহষর্ক ছিনতাইয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। তাই ভোরের শহরে নাগরিক নিরাপত্তা খতিয়ে দেখতে রবিবার রাস্তায় নামলেন  পুলিশ কমিশনার সৌমেন মিত্র। ভোর পাঁচটায় যুগ্ম কমিশনার মুরলীধর শর্মাকে সঙ্গে নিয়ে সাইকেলে করে বেরিয়ে পড়েন তিনি। প্রথমে নিজের বাড়ি লাউডন স্ট্রিট থেকে পার্কস্ট্রিট হয় সোজা চলে যান ময়দান চত্বরে। তারপর ভিক্টোরিয়া বিড়লা প্লানেটরিয়াম হয়ে চলে যান স্প্লানেটের দিকে। এদিন মুরলিধর শর্মা ছাড়াও তাঁর সাইকেল সফরে সঙ্গী ছিলেন ডিসি সাউথ আকাশ মেঘারিয়া।

 

গতকাল শনিবারের মাসিক বৈঠকে সম্প্রতি ময়দানে ঘটে যাওয়া ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বৈঠকে কমিশনার সৌমেন মিত্র বলেন, “ভোরবেলায় শহরের বিভিন্ন এলাকায় অসংখ্য নাগরিকর মর্নিংওয়াক, জগিং, সাইক্লিং করতে বেরোন। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা সমান ভাবে প্রয়োজন।“  এই ঘটনার কথা মাথায় রেখে ময়দান সংলগ্ন যেসমস্ত থানা এলাকায় পার্ক, লেক বা প্রাতঃভ্রমণের স্থান রয়েছে, সেই সব জায়গায় পুলিশি নিরাপত্তা আরও বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ঠ সমস্ত থানার ওসিকে৷

 

আরও পড়ুন: ‘হিংসা’ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে বিতর্ক, জবাব দিতে তৈরি হচ্ছে নবান্ন

পুলিশ সূত্রের খবর, রবীন্দ্র সরোবর, ঢাকুরিয়া লেক, ময়দান সহ একাধিক পার্ক এলাকায় পুলিশের নজরদারি এবং পেট্রোলিং বাড়াতে হবে বলে নির্দেশ দেন সিপি। লালবাজার সূত্রে খবর, শনিবারের বৈঠকে পুলিশ কমিশনার বলেন, “পুলিশকে আরও বেশি দৃশ্যমান হতে হবে। রাস্তায় বেরিয়ে যেন পুলিশকে খালি চোখে দেখা যায়। কারণ পুলিশকে দেখলে নাগরিকরা মনে সাহস পান, পুলিশ শূন্য রাস্তায় নিরাপত্তাহীনতায় ভোগে শহরবাসী। তাই পুলিশকে আরো বেশি করে রাস্তায় থাকতে হবে, যাতে কোনো অপরাধ ঘটলেই দ্রুত পুলিশের নজরে আনা যায়।“

সম্প্রতি ভোরবেলা ময়দানে প্রাতঃভ্রমণে গিয়ে ছিনতাইবাজের শিকার হন ৩ শহরবাসী। যদিও তারপর লালবাজারের তৎপরতায় ধরা পড়ে দুই ছিনতাইবাজ। এই ঘটনার পরই ময়দান চত্বরে রাত ভোর পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলতে সক্রিয় হয়ে ওঠে লালবাজার।

আরও পড়ুন: করোনা বিধি ভাঙলেই জরিমানা, কড়া পদক্ষেপ রাজ্যের

ময়দানের ঘটনাটি ছাড়াও শনিবারের বৈঠকে সাইবার ক্রাইম কমানোর জন্য আরও জোরদার প্রচারের নির্দেশ দেন সিপি সৌমেন মিত্র। পাশাপাশি আগের বছরের তুলনায় ব্যাঙ্ক জালিয়াতির মতো অপরাধের সংখ্যা হ্রাস পেয়েছে বলে বৈঠকে জানানো হয়।

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39