Sunday, August 3, 2025
HomeCurrent NewsDantewada Maoist Attack | ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নিহত ১১

Dantewada Maoist Attack | ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নিহত ১১

Follow Us :

রায়পুর: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। দান্তেওয়াড়ার অরনপুর এলাকায় দেশীয় পদ্ধতিতে তৈরি বিস্ফোরক ফাটিয়ে ১০ নিরাপত্তারক্ষী ও একজন সাধারণ মানুষকে মেরেছে মাওবাদীরা। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সাংবাদিকদের বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। নকশালদের বিরুদ্ধে এই লড়াইয়ের শেষ পর্ব চলছে। কাউকে রেয়াত করা হবে না। যে নিরাপত্তারক্ষীরা মারা গিয়েছেন তাঁরা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের কর্মী। ডিআরজি হল মাওবাদী দমনে রাজ্য সরকারি নিরাপত্তা বাহিনী।

অরনপুরে মাওবাদীরা ঘাপটি মেরে আছে, এই খবর পেয়ে ডিআরজির একটি দল গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল। তল্লাশি অভিযানে কিছু না পেয়ে তারা যখন সদর দফতরের দিকে ফিরে আসছিল, তখন অরনপুর রোডের উপর আইইডি বিস্ফোরণ হয়। যাতে একটি মিনিভ্যানে থাকা ১০ নিরাপত্তারক্ষী ও একজন পথচারীর মৃত্যু হয়।

আরও পড়ুন: Mamata Banerjee | কালিয়াগঞ্জ থানায় হামলা, পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

অরনপুর এলাকাটি আদিবাসী অধ্যুষিত বস্তার অঞ্চলের মধ্যে পড়ে। প্রায় বছরখানেক শান্তি থাকার পর ফের মাওবাদী হানায় মৃত্যুমিছিলে নড়েচড়ে বসেছে কংগ্রেস সরকার। বস্তারের আইজিপি পি সুন্দররাজ বলেন, দারভা ডিভিশনে মাওবাদীরা রয়েছে বলে প্রাথমিকভাবে একটি খবর মেলে। ঘটনার পর কর্মীদের দেহ সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।

ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে ফোনে কথা বলেন। কেন্দ্রের তরফে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। প্রসঙ্গত মাওবাদী বা নকশালরা গত ছয় দশক ধরে লাগাতর হামলা চালিয়ে অন্তত কয়েকশো মানুষকে খুন করেছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39