হাওড়া:ফের বিপত্তি দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা লাইনে। সকাল ০৮:০৫ আমতা লোকাল হাওড়া আসার সময় বালটিকুরি আসার আগে ওভার হেডের তার ছিঁড়ে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। শেষ পর্যন্ত পাওয়া খবরে অনুযায়ী জানা গিয়েছে, ট্রেন চলাচল এখনো স্বাভাবিক হয়নি। সকাল ০৮:০৫ আমতা লোকাল এখনও বালটিকুরিতেই অপেক্ষারত, এরপর এর সকাল ০৯.০৫ এর আমতা লোকাল ডোমজুড় পর্যন্ত এসে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, হাওড়া আমতা গামী আপ শাখার সমস্ত ট্রেন বন্ধ। যার কারণে মারাত্মক দুর্ভোগের শিকার হন কয়েক হাজার নিত্যযাত্রী।
আরও পড়ুন: Weather Update | রাজ্যেজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, হাওয়া অফিসের
শুক্রবার সকালে ০৮.০৫ এর আমতা লোকাল হাওড়া আসার আগে ওভার হেডের তার ছিঁড়ে ট্রেন চলাচল বন্ধ হয়। বেশ কয়েক ঘন্টা ট্রেনের মধ্যেই অপেক্ষা করার পর স্টেশন মাস্টার ঘোষণা করে জানান, যান চলাচল বন্ধ থাকবে। এরপর সকাল ০৯.০৫ এর ট্রেন আমতা ছেড়ে বেরিয়ে এসে ডোমজুড়ে এসে বন্ধ হয়ে যায়। সেখানেও বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে থাকেন নিত্যযাত্রীরা। কিন্তু সেখানেও স্টেশন মাস্টার ঘোষণা করেন যে তার ছিঁড়ে যাওয়ার জন্য আপাতত যান চলাচল বন্ধ থাকবে। তবে কতক্ষনে সেই কাজ সমূর্ণ হয়ে ব্যাহত ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেই নিয়ে কিছু জানা যায়নি।
কর্মদিবসে হঠাৎ এই দুর্যোগের কারণে মারাত্মক দুর্ভোগের শিকার হন ওই দুটি ট্রেনে থাকে যাত্রীরা। যাঁদের মধ্যে কেউ যাচ্ছিলেন হাসপাতাল, কেউ ইন্টারভিউতে। কয়েক ঘন্টা অপেক্ষা করার অবশেষে তাঁদের মধ্যে কয়েকশো যাত্রী ট্রেন থেকে নেমে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রহনা দেন। আবার অনেকে বাড়ি ফায়ার যান।
তবে এটাই প্রথম নয়। এর আগেও একাধিক বার নানা কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে হাওড়া আমতা শাখার ট্রেন। কখন লাইনে আগুন লেগে যাওয়ার কারণে। কখনও আবার ট্রেনের বগি লাইন চ্যুত হয়ে।