Sunday, August 17, 2025
Homeজেলার খবরCongress Joining | রাজ্যে তৃণমূলের ভাঙন অব্যাহত, মগরাহাটে শতাধিক কর্মীর যোগদান কংগ্রেসে

Congress Joining | রাজ্যে তৃণমূলের ভাঙন অব্যাহত, মগরাহাটে শতাধিক কর্মীর যোগদান কংগ্রেসে

Follow Us :

মগরাহাট:পঞ্চায়েত নির্বাচনের আগে ফের তৃণমূলে বড়সড় ভাঙ্গন। এবার মগরাহাটে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান তৃণমূলে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েতের প্রাক্তন সদস্য সহ শতাধিক তৃণমূলকর্মীর। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে তাঁরা কংগ্রেসে যোগদান করেন। 

এদিন মগরাহাট পশ্চিম বিধানসভার কলসমেলা মাঠে যোগদান কর্মসূচি ছিল কংগ্রেসের। সেখানেই উপস্থিত হয়ে তৃণমূল ও বিজেপিকে বিঁধলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের এক হওয়ার ডাক দিয়েছেন। কিন্তু তিনি নিজেই কংগ্রেসের ভোট কাটাতে বিভিন্ন রাজ্যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসকে ক্ষতি করেছেন। রাহুল গান্ধীর ভারতজোড়ো যাত্রায় সমস্ত বিরোধীরা সমর্থন করলেও মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেননি বলেও অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন: Fake Job Seeker | ফের ভুয়ো চাকরিপ্রার্থীর হদিশ

পাশাপাশি তিনি বলেন, তৃণমূলের মহিলা সংগঠন ৩২ ঘণ্টার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধরনার ডাক দিয়েছে। তাতে রাজ্যের পঞ্চায়েতের একাধিক দুর্নীতি নিয়েও ধর্না দিতে পারেন। একইসঙ্গে যোগ করে অধীর বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের নব জোয়ার আনতে যে কর্মসূচি নিয়েছে, তাতেই শুধু গণ্ডগোল চলছে। পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত শুধুমাত্র যোগদান কর্মসূচি করতে হবে আমাদের।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে। নিয়োগ দুর্নীতি থেকে আবাস যোজনা দুর্নীতি সবক্ষেত্রেই নাম জড়িয়েছে তৃণমূলের। দলের ইমেজ ঠিক করতে ইতিমধ্যে ময়দানে নেমেছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৫ এপ্রিল থেকে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছে। আগামী ২ মাস ধরে জেলায় জেলায় এই জনসভা থেকে গ্রাম বাংলার মানুষের জনমত নিয়ে আগামী নির্বাচনে প্রার্থী বাছাই করবে তৃণমূল। তার নেতৃত্বেই রয়েছেন অভিষেক। বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে, অভিষেক সভা ছাড়তেই গণ্ডগোল। ব্যালট বাক্স নিয়ে তৃণমূলের দুপক্ষের মধ্যেই চলছে হাতাহাতি। সেই ছবি প্রায়ই দেখা যাচ্ছে রাজ্যজুড়ে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ব অনেকটাই এফেক্ট করবে। যদিও এই গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, নির্বাচনে সবাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে। তাই কিছু ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে বলেও দাবি দলীয় নেতৃত্বের। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23