মুম্বই: শাহরুখ খান অভিনীত পাঠান ছবির দারুন সাফল্যের পর ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ একাধিক বড় বড় প্রযোজনা সংস্থার কাছ থেকে ছবি তৈরীর প্রস্তাব পাচ্ছেন। এই মুহূর্তে অবশ্য তিনি হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে ‘ফাইটার’ ছবি তৈরি করতে ব্যস্ত।
অ্যাকশন ঘটনার এই ছবির বাজেট ২০০ কোটি টাকারও বেশি। এদিকে বলিউড অভিনেতা-প্রযোজক ও চিত্রনাট্যকার কে আর কে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ছবিটির নির্ধারিত বাজেট ছাড়িয়ে গেছে। কারণ পরিচালক সিদ্ধার্থ এবং অভিনেতা হৃতিক মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। জানিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
কেয়ার কি আরো জানিয়েছেন, যে ফাইটার ছবির বাজেট নাকি ২৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। পরিচালক নিজে ছবিটির জন্য পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৪০ কোটি টাকা। শুধু তাই নয় ছবির নায়ক হৃতিক রোশন নিচ্ছেন নাকি ৮৫ কোটি টাকা। এছাড়াও অভিনেত্রী দীপিকা নিচ্ছেন কুড়ি কোটি টাকা।
বিগ বাজেটের এই ছবিতে আরো যারা অভিনয় করছেন তারা হলেন অনিল কাপুর,করন সিং গ্রোভার,অক্ষয় ওবেরয় ও অন্যান্যরা। জানা যাচ্ছে ২০২৪ সালের ২৫ শে জানুয়ারি ছবিটি মুক্তির তারিখ ঠিক করেছেন নির্মাতারা।