রেগে গেলেন জনপ্রিয় মডেল উরফি। সম্প্রতি একটি ইভেন্টের আয়োজকদের ওপর ক্ষেপে গেলেন উরফি। কারণ হিসেবে জানা গেল সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন কিন্তু শেষ মুহূর্তে এসে তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি উরফির।আরও বিস্ফোরক দাবি করে উরফি বলেছেন যে, ‘এই কাজের জন্য বিশেষভাবে দায়ী মাধুরী দীক্ষিত’।
বিখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কারণেই নাকি ইভেন্ট থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল উরফিকে।
সোমবার, উরফি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ইভেন্টের রেড কার্পেট থেকে মাধুরীর একটি পোস্ট শেয়ার করেছিলেন এবং বলেছিলেন যে, তাঁকেও নাকি ওই ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়েছিল।উরফি জানিয়েছেন, আমন্ত্রিত অনুষ্ঠানে যাওয়ার জন্যে তিনি একটি পোশাকও তৈরী করে নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আয়োজকেরা তাঁকে জানিয়েছিল যে, এই ইভেন্টে তিনি আমন্ত্রিত নন কারণ মাধুরী দীক্ষিতের অতিথি তালিকায় নাম নেই উরফির।
খোলামেলা পোশাকে বারেবারেই নেটাগরিকের নজর কাড়েন উরফি। নিজের ছন্দেই সোশ্যাল মিডিয়ায় নিজেকে উন্মুক্ত করে ভক্তদের সামনে আসতে পছন্দ করেন এই মডেল। কাজেই বিতর্কও হয় প্রচুর এমনকি উরফি যদি কখনও শরীর ঢাকা পোশাক পরে ছবি পোস্ট করে তাহলেও আবার নেটাগরিকরা অবাক হয়ে মন্তব্য করে বসেন, ‘উরফির শরীর ঠিক আছে তো”? এবার সমাজ মাধ্যমে চর্চিত উরফি অভিযোগ করলেন বিখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিরুদ্ধে।