কলকাতা : উচ্চ প্রাথমিক নিয়োগে সিবিআই তদন্ত চেয়ে মামলা হাইকোর্টে। কমিশন অনিয়ম করেছে। এই অভিযোগে জনস্বার্থ মামলা করলেন উলুবেড়িয়ার বাসিন্দা সুব্রত মণ্ডল। সিবিআইয়ের আধিকারিক ও সিআইডি আধিকারিকদের নিয়ে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)গঠন করে তদন্ত করা হোক। দাবি করা হয়েছে ওই মামলার আবেদনে। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল চালুর আবেদনও করা হয়েছে ওই আবেদনে। পাশাপাশি সার্ভার আনলক করে ডেটাবেস ব্যবহারের অনুমতিও চাওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের কাছে। প্রথমবার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হওয়ার পর, দ্বিতীয়বার নিয়োগ প্রক্রিয়াতেও একাধিক অনিয়মের অভিযোগ। একই কমিশন একই নিয়োগ প্রক্রিয়ায় বারবার ভুল কীভাবে করতে পারে এই প্রশ্ন উঠছে বিচারপতিদের মধ্যে থেকেই৷
আরও পড়ুন : রাজ্যের উপর আস্থা নেই, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে আর্জি শুভেন্দুর
এর আগে এমাসের ২০ জুলাই, রাজ্যের উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করে বিচারপতি সুব্রত তালুকদারের
ডিভিশন বেঞ্চ। অন্তর্বর্তীকালীন ওই নির্দেশে খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে আবেদনকারীর ইন্টারভিউ নিতে পারবে কমিশন। তবে
নিয়োগ করতে পারবে না। নিয়োগ সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ গ্রহণের জন্য আদালতের অনুমতি নিতে হবে।নিয়োগ ছাড়াও কলকাতা হাইকোর্ট আরও বড় একটি নির্দেশ দেয় উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। বলা হয়, যে সকল চাকুরিপ্রার্থী ইন্টারভিউ প্রক্রিয়ায় উত্তীর্ণ হবে তাঁদের স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে। সেই সঙ্গে তৈরি করতে হবে তথ্য ভাণ্ডার। পার্সোনালিটি টেস্টের জন্য যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে আদালতের কাছে। পাশাপাশি ৩১ জুলাই পর্যন্ত কমিশনকে গ্রিভান্স পোর্টাল চালু রাখার নির্দেশ দেওয়া হয়।