Thursday, August 14, 2025
Homeকলকাতাযাদবপুরের পড়ুয়ার মৃত্যু ঘিরে শহর জুড়ে একের পর এক প্রতিবাদ মিছিল

যাদবপুরের পড়ুয়ার মৃত্যু ঘিরে শহর জুড়ে একের পর এক প্রতিবাদ মিছিল

Follow Us :

কলকাতা: যাদবপুর  বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ঘিরে শহর জুড়ে একের পর এক প্রতিবাদ মিছিল। সপ্তাহের প্রথমদিনেই কার্যত স্তব্ধ কলকাতা। অরবিন্দ ভবনের সামনে ছাত্র সংগঠন আইসা-র তৃণমূল বিরোধী স্লোগান, উত্তেজনা।  প্রতিবাদে যাদবপুরের ক্যাম্পাসের ভিতরে তৃণমূলের শিক্ষক সংগঠন, ছাত্রছাত্রীরা মিছিল করে। অন্যদিকে ঢাকুরিয়া-যাদবপুর পর্যন্ত মিছিল করে তৃণমূল (TMC) ছাত্র পরিষদ।  মিছিল শামিল হয়েছিলেন তৃণমূলপন্থী শিক্ষক, অশিক্ষক কর্মচারী পড়ুয়ারা।  যাদবপুরে পড়ুয়ামৃত্যুর প্রতিবাদে কলেজ স্ট্রিট অবরোধ এসএফআইয়ের (SFI)। পার্ক সার্কাসে যাদবপুরে পড়ুয়ামৃত্যুর প্রতিবাদে পথে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রতিবাদে পথে নামে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও পথে নামে। 

ছাত্রের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই আরও ছয় পড়ুয়াকে তলব করা হয়েছে। ধৃতদের জেরা করে একাধিক চাঞ্চলকর তথ্য।  ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, মৃত ছাত্রকে জোর করে বিবস্ত্র হতে বাধ্য করেন নির্যাতনকারীরা। হস্টেলের একটি ঘরের মধ্যে ঢুকিয়ে কেড়ে নেওয়া হয় তাঁর জামাকাপড়। ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরির কাছ থেকে উদ্ধার হওয়া মৃত ছাত্রের গেঞ্জি ও হাফ প‌্যান্ট উদ্ধার হয়েছে। সৌরভের কাছ থেকে উদ্ধার হওয়া গেঞ্জি ও হাফ প‌্যান্ট ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পরীক্ষার জন‌্য পাঠাচ্ছে লালবাজার।

আরও পড়ুন: উপাচার্য থাকলে সব আমাদের ঘাড়ে আসত না, মন্তব্য যাদবপুরের রেজিস্ট্রারের 

পুলিশ সূত্রের খবর, ইন্ট্রোর নামে সৌরভ সহ সেদিন ওই খানে যারা যারা উপস্থিত ছিলেন, তারা ওই বাংলা বিভাগে ছাত্রকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে। জেরায় সৌরভ বলেন, ওই ছাত্রকে  বলেছিলাম, প্রমাণ করো তুমি যে সমকামী নও।  যদিও সে এই কথার বিরোধীতা করে। তখন সমস্ত পোশাক খুলতে বাধ্য করা হয়। এর পর ওই ছাত্রের পোশাক কেড়ে নেয় তারা। নগ্ন অবস্থায় ওই ছাত্রের ভিডিয়ো তুলতে শুরু করে অভিযুক্তরা। এর পর ওই ছাত্রকে নগ্ন অবস্থায় দৌড়াতে বলে তারা। তখন একটি গামছা পরে ঘরের দৌড়াতে থাকেন তিনি।  তাঁর গামছাটিও কেড়ে নেওয়া হয়। তখন  শৌচাগারে গিয়ে লুকোয় ওই ছাত্র। কিছুক্ষণ পর শৌচাগার থেকে বেরিয়ে তিন তলার ব্যালকনির থেকে নীচে পড়ে যায়।

RELATED ARTICLES

Most Popular