Thursday, August 14, 2025
Homeদেশপেগাসাস নিয়ে কেন্দ্রকে আক্রমণ আসাদুদ্দিনের

পেগাসাস নিয়ে কেন্দ্রকে আক্রমণ আসাদুদ্দিনের

Follow Us :

নয়াদিল্লি: পেগাসাস কাণ্ড নিয়ে উত্তাল হয়েছে সংসদ। বাদল অধিবেশনের শুরু থেকে এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা। আর সেই নিয়েই মুখ খুললেন এআইএমআইএম(AIMIM) বা মিম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি।

আরও পড়ুন- সেলফির গেরোয় নদীতে তলিয়ে গিয়েছিল যুবক, সপ্তাহ পেরিয়ে উদ্ধার দেহ

যে কোনও বিষয় নিয়ে আইন পাশ করাতে হলে সংসদে আলোচনা করে বিল পাশ করাতে হয়। তারপরে সেই বিলে রাষ্টপতি অনুমোদন দিলে তা আইনে পরিণত হয়। সেই বিল পাশ করানো ছাড়াও সংসদে নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। ন্নাবিধ বিষয় নিয়ে সরকারের কাছে জবাব চাইতে পারে বিরোধী শিবির।

আরও পড়ুন- কলকাতা টিভির খবরের জের, শিল্পী রতনের চিকিৎসায় এগিয়ে এলেন তথ্যপ্রযুক্তি কর্মী

কিন্তু কেন্দ্রের বর্তমান শাসক বিল পাশ করানো ছাড়া অন্য কোনও বিষয়কে গুরুত্ব দিচ্ছে না। এমনই অভিযোগ করেছেন হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন। তাঁর প্রশ্ন, “কেন সরকার সংসদে পেগাসাস নিয়ে আলোচনা চাইছে না? কি লুকাতে চাইছে?” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “বিরোধীরা সংসদ সচল রাখতে চাইলেও সরকার তা চাইছে না। তারা শুধু বিল পাশ করাতে চায়। এটা কি গণতন্ত্র?” বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হছে বলেও দাবি করেছেন আসাদুদ্দিন ওয়াইসি।

RELATED ARTICLES

Most Popular