skip to content
Sunday, July 7, 2024

skip to content
Homeদেশচন্দ্রযান ৩-এর অবতরণ পিছিয়ে যেতে পারে, অশনি সংকেত ইসরোর বিজ্ঞানীর

চন্দ্রযান ৩-এর অবতরণ পিছিয়ে যেতে পারে, অশনি সংকেত ইসরোর বিজ্ঞানীর

Follow Us :

নয়াদিল্লি: দেশ যখন তিলতিল করে প্রতীক্ষার প্রহর গুনছে, তখন চন্দ্রগ্রহণের অশনি সংকেত জারি হল। আগামিকাল, বুধবার সন্ধ্যায় চন্দ্রযান ৩-এর চন্দ্রপৃষ্ঠে অবতরণের সাফল্যের মুখ দেখার আগেই গ্রহণের পূর্বাভাস দিল আমেদাবাদের ইসরো। ২৩ অগাস্ট চন্দ্রযান ৩ অবতরণ পিছিয়ে যেতে পারে বলে আগাম জানিয়ে দিলেন আমেদাবাদ ইসরোর এক বিজ্ঞানী। অবতরণের সিদ্ধান্ত একেবারে শেষ মুহূর্তে নেওয়া হবে, সেটা কাল নাও হতে পারে। ল্যান্ডার বিক্রমের অবস্থা এবং চাঁদের আবহাওয়া বিরূপ হলে পিছিয়ে দেওয়া হবে অবতরণ, জানিয়েছেন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার-ইসরো, আমেদাবাদের ডিরেক্টর নীলেশ এম দেশাই।

তিনি জানান, যদি প্রতিবেশ ও আবহাওয়া প্রতিকূল থাকে, তাহলে আগামী ২৭ অগাস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে বিক্রম। দেশাই বলেন, ২৩ অগাস্ট, বুধবার চন্দ্রযান ৩ অবতরণের মাত্র ২ ঘণ্টা আগে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হবে। ল্যান্ডার বিক্রমের নিরাপদ অবতরণের মতো অবস্থা আছে কিনা এবং সেই মুহূর্তে চাঁদের পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি পরিবেশ-পরিস্থিতি অনুকূল না থাকে তাহলে বিক্রমের অবতরণ পিছিয়ে ২৭ অগাস্ট করা হবে।

আরও পড়ুন: বিধানসভায় অসুস্থ মন্ত্রী মলয় ঘটক, ভর্তি হাসপাতালে

ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ার বলেছেন, এই মুহূর্তটি অত্যন্ত জটিল এবং দুরূহ ব্যাপার। কারণ সব যন্ত্রাংশ, প্রযুক্তি একযোগে কাজ করছে, কোথাও একচুল ঘাটতি নেই, অবতরণের মাহেন্দ্রক্ষণে চাঁদের চারপাশের আবহাওয়ার গতিপ্রকৃতি সবকিছু নিখুঁত থাকতে হবে। না হলে গোটা অভিযানটাই ব্যর্থ হয়ে যেতে পারে। ফলে খুবই সতর্ক পদক্ষেপ করা প্রয়োজন। তিনি আরও জানান, চন্দ্রযান ২-এর সময় আমরা শেষ ২ কিমি দূরত্বে এসে এরকমই ভুল করেছিলাম। যার ফলে তুলোর পতনের মতো অবতরণ ব্যর্থ হয়েছিল। তাঁর বিজ্ঞানের ভাষায় থ্রাস্টার, সেন্সর, অল্টিমিটার, কম্পিউটার সফটওয়্যার এবং বাকি সমস্ত কিছুকে একতালে যোগসূত্রে গাঁথতে হবে। কোনও একটি জায়গায় তিলখানেক ত্রুটিতে ফের সমস্যায় পড়তে হতে পারে।

RELATED ARTICLES

Most Popular