Sunday, August 10, 2025
HomeScrollKPL: ভারতের চাপে সরে গেলেন পনেসার

KPL: ভারতের চাপে সরে গেলেন পনেসার

Follow Us :

এতদিন ‘কাশ্মীর’ নিয়ে ভারত – পাকিস্তানের লড়াই চলছে ভৌগলিক আর রাজনৈতিক কারণে। এবার ‘কাশ্মীর’ নিয়ে লড়াই চলে এল ক্রিকেট ময়দানে। পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে এই বছর চালু হচ্ছে ‘কাশ্মীর ক্রিকেট লিগ’। প্রথম বছরের এই টি টোয়েন্টি লিগ নিয়ে লড়াই চলছে ভারত আর পাকিস্তানের মধ্যে।
কাশ্মীর – ভারতেও আছে। পাকিস্তানেও আছে। দুনিয়ার সামনে এই নাম দিয়ে পাক বোর্ড ক্রিকেট লিগ আয়োজন করায় আপত্তি তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটারদের এই টুর্নামেন্টে না খেলার অনুরোধ করেছে। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসার শুরুতে খেলতে রাজি হলেও, ভারত – পাক এই রাজনৈতিক যুদ্ধে নিজেকে জড়াতে চাইলেন না। সরে দাঁড়িয়েছেন। এতে প্রমাণ হলো, বিসিসিআই এর হুমকিতে কাজ শুরু হয়ে গেছে।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনের হার্সাল গিবস অভিযোগ জানিয়েছিলেন, তাঁর দেশের বোর্ডের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে – এই লিগে অংশ না নেওয়ার জন্য।

আরও পড়ুন – টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই ভারত বনাম পাকিস্তান

বিসিসিআই এখনও পর্যন্ত এই ধরনের অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। বরঞ্চ জানা গেছে, আইসিসির কাছে বিসিসিআই লিখিতভাবে জানিয়েছে – এই টুর্নামেন্টকে যেন স্বীকৃতি না দেওয়া হয়।

মুশকিল হল, ভারতেও নানান রাজ্য সংস্থা টি টোয়েন্টি লিগ চালু করেছে। খেলাও হয়। কিন্তু কোথাও বিদেশি ক্রিকেটার খেলেন না। সব ঘরোয়া ক্রিকেটাররা খেলে। পাক বোর্ড চালু করেছে, পাকিস্তান সুপার লিগ। তাতে বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলেন। কিন্তু পাক বোর্ডের শীর্ষে বসে থাকা সেই দেশের প্রধানমন্ত্রী ইমরান খান, কেন এমনভাবে ‘কাশ্মীর’ নিয়ে প্রচারে নামছেন তা বোঝার চেষ্টা চালাচ্ছেন ভারতের কূটনীতিকরা।

ভারতের পক্ষ থেকে আইসিসির বিভিন্ন সদস্য দেশের বোর্ডকে এমন চাপ সৃষ্টি করাকে পাক বোর্ড অনৈতিক বলে ব্যাখ্যা করেছে। পাক বোর্ড থেকে বলা হয়েছিল, ভারতের এমন আচরণ খেলার মাঠকে রাজনীতি দিয়ে কলুষিত করছে। এটা শুধু অনভিপ্রেত নয়, অনৈতিক। এর প্রতিবাদ জানিয়ে আইসিসির কাছে অভিযোগ জানবে পাক বোর্ড।

কিন্তু তার আগেই বিসিসিআই চিঠি পাঠিয়ে দিল আইসিসিকে। তাতে, বলা হল – কাশ্মীর এক বিতর্কিত ইস্যু। যার কোনো সমাধান এখনও হয়নি। দুদেশের মানুষের মধ্যে টেনশন বাড়তে পারে এই নাম দিয়ে টুর্নামেন্ট করলে। তাই এই টুর্নামেন্টকে বৈধতা যেন বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা না দেয়।

সমস্যা হল, এই ধরনের কোনো আইন বা নিয়ম নেই আইসিসির সংবিধান। বিশ্ব ক্রিকেটে ভারত এক অতি শক্তিশালী দেশ। আইসিসি তাই সংস্থার আইনি পরামর্শদাতা সঙ্গে কথা বলছে।
কিন্তু আইসিসি জানিয়ে দিয়েছে, কেপিএল একটি দেশের ঘরোয়া টুর্নামেন্ট। এটা আন্তর্জাতিক কোনও টুর্নামেন্ট নয়। তাই আইসিসির এর মধ্যে ঢুকতে পারে না। বলা যায়, পাক বোর্ড এই প্রথম লড়াই জিতে নিল।

https://twitter.com/MontyPanesar/status/1421901772252237828?s=19

মন্টি পানেসর সরে গেলেন। মনে করা হচ্ছে, একই রাস্তায় হাঁটবেন বাকি বিদেশী ক্রিকেটাররা। এই টুর্নামেন্ট স্রেফ পাক ক্রিকেটারদের নিয়ে হোক – এটাই চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ঠিক যেমন, ভারতে চেন্নাই, কর্ণাটক, ঝাড়খন্ডে চলে।

কে পি এল কিন্তু ভারত – পাকিস্তান সম্পর্কে আরো টেনশন বাড়ালো ক্রিকেটকে হাতিয়ার করে। অক্টোবর মাসে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের একই গ্রুপে আছে এই দুই দল। সেই ম্যাচের পারদ কতোটা চড়তে চলেছে, তা বোঝাই স্বাভাবিক। কাশ্মীর প্রিমিয়ার লিগের খেলা শুরু ৬ অগাস্ট থেকে। ২০১২ সালের পর থেকে এই দুই দেশ নিজেদের মধ্যে আর কোনো ক্রিকেট সিরিজে অংশ নেয় না।

একটা ছবি পরিষ্কার হচ্ছে মন্টি পানেসার সরে দাঁড়ানোয়, বিসিসিআইয়ের হুঁশিয়ারি কাজে লেগেছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল) নিয়ে গত কদিনে বেশ উত্তপ্ত বিসিসিআই আর পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে সম্পর্ক।

বিসিসিআই এরই মধ্যে অন্য বোর্ডগুলোকে বারণ করে দিয়েছে তাদের প্রাক্তন ক্রিকেটারদের কেপিএলে না পাঠাতে। ক্রিকেটারদেরও হুঁশিয়ারি দিয়ে রেখেছে, কেপিএলে গেলে আর ভারতের ক্রিকেট–সংশ্লিষ্ট কোনো কাজে তাঁদের ডাকা হবে না। আর গোটা বিশ্ব জানে ভারতের ক্রিকেট মানেই যে বিপুল অর্থ উপার্জনের সেরা উৎসস্থল!

মন্টির ভাবনা:

খেলা ছাড়ার পর ‘স্পোর্টস মিডিয়া’য় ক্যারিয়ার গড়তে চান পানেসার। আর ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম, বিশেষ করে ক্রিকেট খেলা বিষয়ক সংবাদমাধ্যমে ক্যারিয়ার গড়ার জন্য ভারতের চেয়ে বড় ও ভালো উৎস আর এই মুহূর্তে কোথাও নেই। আইপিএল, ভারতের ক্রিকেট বাজার, ক্রিকেটে বিনিয়োগ—সব মিলিয়ে বিশাল বাজার। কোচিং, ধারাভাষ্য, ম্যাচের আগে-পরের বিশ্লেষণ অনুষ্ঠান… অর্থ রোজগারের সুযোগ প্রচুর।

কিন্তু আবার খেলার মাঠে নামার এই সুযোগ হাতছাড়া করতে রাজি ছিলেননা পানেসার। ইংল্যান্ডের প্রাক্তন এই বাঁহাতি স্পিনারটি জানিয়েছেন ‘কেপিএলে খেলার সুযোগ ছিল আমার। ভেবেছিলাম আরেকবার মাঠে নামতে পারব। যা-ই হোক, আমাকে বলা হয়েছে, বিসিসিআই থেকে নাকি খেলোয়াড়দের জানাতে বলা হচ্ছে – যাঁরা এই কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলবে, তাঁদের এটার জন্য সমস্যায় পড়তে হতে পারে। আর আমি যেহেতু ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যমে সবেমাত্রই ক্যারিয়ার শুরু করেছি, আমি ভারতে কাজ করতে চাই।’
কেপিএলে খেলার সঙ্গে রাজনীতি জড়িয়ে যাচ্ছে এটা দেখছেন পানেসার। আর সেখানে নিজেকে জড়াতে আপত্তি তাঁর। তাই বলেছেন ‘সবদিক বিচার করেই আমি সিদ্ধান্ত নিলাম, কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলা ঠিক হবে না। আমি ক্রিকেট আর রাজনীতির মধ্যে জড়াতে চাই না।’

কোনও রাখ ঢাক না রেখেই মন্টি বলেছেন, ‘আরেকবার মাঠে নামার সুযোগ পেলে যেকোনো খেলোয়াড়ই তা লুফে নিতে চাইবে। কিন্তু আশা করি, আমরা যেহেতু এই লিগে খেলছি না,ভারত আমাদের কাজের সুযোগ দেবে। আমরা ভারতে কাজ করতে চাই। ধারাভাষ্য দিতে চাই, ভারতে কোচিং করাতে চাই।’

কোচ গিবসের ভাবনায়:

কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলা নিয়ে খেলোয়াড়দের হুঁশিয়ারি দেওয়ায় এর আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান গিবস বিসিসিআইয়ের কড়া সমালোচনা করে টুইট করেছিলেন। ভারতের বোর্ডের কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও। পিসিবি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিসিসিআইয়ের ভূমিকার সমালোচনা করেছে। তার জবাবে বিসিসিআইয়ের এক কর্মকর্তা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, পিসিবির এত সমস্যা মনে হলে তারা আইসিসিতে যাক।

ছবি: সৌ – টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
03:00:30
Video thumbnail
Nabanna Abhijan | নবান্ন অভিযানের মিছিল রুখতে তৈরি 'লৌহকপাট'
44:46
Video thumbnail
Modi-Putin | পুতিনের সঙ্গে টেলিফোনে কথা মোদির, কী কী বিষয়ে কথা? দেখুন বড় আপডেট
03:25:40
Video thumbnail
Priyanka Gandhi | এই ভাষণে নির্মলাকে ধুয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী, না দেখলে মিস
03:17:30
Video thumbnail
Jaya Bachchan | Nirmala Sitharaman | বলুন আমি কত ট্যাক্স দেব? সংসদে নির্মলাকে ধুয়ে দিলেন জয়া বচ্চন
03:12:38
Video thumbnail
Politics | 'এ যুগের গান্ধী কে? নরেন্দ্র মোদি আবার কে!'
04:15
Video thumbnail
Politics | ইডির কর্মকর্তা কপিল রাজ রিলায়েন্সে নিলেন কেন কাজ?
03:18
Video thumbnail
Politics | বাদ পড়ছে অনুপ্রবেশকারী অমিত শাহের মন্তব্য জারি
03:32
Video thumbnail
Bangla Bolche | Ankan-Baiswanor | শুভেন্দুর কথায় বাগবিত/ণ্ডায় অঙ্কন-বৈশ্বানর
02:28
Video thumbnail
Bangla Bolche | Firdous Samim | ''ব্যর্থতার দায় নিতে হবে CBI-কেও''
01:57