পশ্চিম মেদিনীপুর: গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) উপসমিতি গঠনকে কেন্দ্র করে তৃণমূল (TMC)-বিজেপি (BJP) সংঘর্ষ। ব্যাপক মারধরের অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধান-সহ পঞ্চায়েত সদস্যদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের। ঘটনা পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই ইড়পালা গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) উপসমিতি গঠন ঘিরে এলাকায় উত্তেজনা ছিল। বিজেপি (BJP) এবং তৃণমূল (TMC), দুই দলের সমর্থকরাই ভিড় জমায়। দফায় দফায় তাদের সঙ্গে পুলিশের (Police) গোলমাল হয়।
আরও পড়ুন: ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু গুজরাতে
এই গ্রাম পঞ্চায়েতে ১৫টি আসনের মধ্যে আটটি পায় বিজেপি (BJP)। সাতটি যায় তৃণমূলের (TMC) দখলে। সদস্য সংখ্যা বেশি হওয়ায় বোর্ড গঠন করে বিজেপি। কয়েকদিন আগেই রমা মণ্ডল নামে এক বিজেপি পঞ্চায়েত সদস্যা তৃণমূলে যোগ দেন। তারপরই বুধবার এই অশান্তি। এদিনের সংঘর্ষের ঘটনায় বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান বাসন্তী পড়ে সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতালে পাঠানো হয়েছে। এমনটাই দাবি বিজেপির।
তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি বলেন, বিজেপি আজ সকাল থেকে গোলমাল করে। ওরা উপসমিতি গঠনের প্রক্রিয়া বানচাল করতে চেয়েছিল। বিজেপির লোকজন সমস্ত কাগজপত্র ছিঁড়ে ফেলে। আমাদের সদস্যদের মারধর করা হয়। বিজেপির পঞ্চায়েত প্রধান নাটক করে অসুস্থ হওয়ার ভান করেন। তাঁর কিছুই হয়নি।
স্থানীয় বিজেপি বিধায়ক (BJP MLA) শীতল কপাটের পাল্টা দাবি, তৃণমূলই হামলা চালিয়েছে। তিনি বলেন, আমাদের প্রধান মারামারিতে জখম হয়েছেন। উপসমিতি গঠন করতে পারবে না বলে তৃণমূল পুলিশের মদতে হামলা করেছে।