Sunday, August 3, 2025
Homeঅলিম্পিক-২০২১ব্যর্থতা ভুলে ব্রোঞ্জে চোখ মনপ্রীতদের

ব্যর্থতা ভুলে ব্রোঞ্জে চোখ মনপ্রীতদের

Follow Us :

দীর্ঘ ৪১ বছরের খরা কাটিয়ে সেমিফাইনালে পৌঁছলেও, স্বপ্নপূরণ হয়নি ভারতীয় হকি দলের| বেলজিয়ামের কাছে হেরে সোনা হাতছাড়া হয়েছে তাদের| কিন্তু পদক জয়ের আশা এখনও রয়েছে|

ব্যর্থতা ভুলে সেদিকেই এখন নজর মনপ্রীত সিংয়ের| শূন্য হাত নয়, পদক নিয়েই দেশে ফিরতে চাইছে ভারতীয় হকি দল| ব্রোঞ্জ জিতে দীর্ঘ দিনের পদক না পাওয়ার যন্ত্রনাটা খানিকটা হলেও কমাতে চাইছে মেন ইন ব্লুজ ব্রিগেড|

১৯৮০ সালে শেষবার সোনা জয়ের পাশাপাশি, সেটাই ছিল ভারতের শেষ পদক জয়ও| এরপর থেকে শুধুই ব্যর্থতা সঙ্গী ভারতীয় হকি দলের|

বেলজিয়ামের কাছে হার ভুলে, আপাতত সৃজিশদের লক্ষ্য ব্রোঞ্জ পদক| সেই লড়াইটা কোনওমতেই হার হাতছাড়া করতে চাননা তারা|

ম্যাচ শেষে মনপ্রীত সিং জানান, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম আমরা| ব্যর্থতার দুঃখ থাকলেও, আপাতত সব ভুলে ব্রোঞ্জের পদকই আমাদের লক্ষ্য|

দীর্ঘ ৪১ বছরের খরা কাটিয়ে ভারতীয় হকি খেলোয়াড়রা আবার পোডিয়ামে উঠতে পারে কিনা সেটাই দেখার|

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39