Sunday, August 17, 2025
Homeকলকাতালোকসভা ভোট ফেব্রুয়ারিতে, শুভেন্দুর নতুন দাবি ঘিরে বিতর্ক

লোকসভা ভোট ফেব্রুয়ারিতে, শুভেন্দুর নতুন দাবি ঘিরে বিতর্ক

Follow Us :

কলকাতা: আবার সন-তারিখ ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সঙ্গে সঙ্গে তৃণমূলের কটাক্ষের শিকার তিনি। শনিবার শুভেন্দু বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে লোকসভার ভোট হয়ে যাবে। তাঁর দাবি, উচ্চ প্রাথমিকে পরীক্ষার জন্য ফর্ম বাবদ তৃণমূল ২৭ কোটি টাকা তুলেছে। তার মধ্যে ২ কোটি টাকা খরচ হবে পরীক্ষার জন্য। বাকি ২৫ কোটি টাকা খরচ করা হবে ভুয়ো শিক্ষকদের বেআইনি চাকরি আইনি করার জন্য সুপ্রিম কোর্টে মামলা লড়তে। উচ্চ প্রাথমিকের ওই পরীক্ষা ৮ ডিসেম্বর। পরীক্ষার ফল লোকসভা ভোটের আগে প্রকাশিত হবে না। আর ফেব্রুয়ারি মাসের মধ্যে লোকসভার ভোট হয়ে যাবে।

এর আগেও শুভেন্দু একাধিকবার নানা ঘটনার জন্য দিনক্ষণ ঘোষণা করেছিলেন। গত বছর তিনি দাবি করেছিলেন, ১৩ জানুয়ারির মধ্যে রাজ্যে বড় ঘটনা ঘটবে। কিন্তু বাস্তবে কিছুই ঘটেনি। এর জন্য তৃণমূল তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি। বিদ্রূপ করেছিল বাম এবং কংগ্রেসও। ১৩ জানুয়ারির পর তিনি ঢোঁক গিলেছিলেন। ওই সময়ের মধ্যে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু সেই শুনানি পিছিয়ে গিয়েছে।

আরও পড়ুন: বিজেপি ভীতু তাই ট্রেন দিল না, লড়াই চলবে: অভিষেক 

এদিন ফের শুভেন্দু লোকসভা নির্বাচনের সময় ঘোষণা করায় ব্যঙ্গ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ওদের কি ক্যালেন্ডারের পারিবারিক ব্যবসা আছে? কিছু হলেই শুভেন্দু তারিখ ঘোষণা করে দেন। কিন্তু কিছুই মেলে না। আরে বাবা। লোকসভা ভোট তো হবেই। হয় ফেব্রুয়ারি মাসে, নয় মার্চ মাসে, নয় এপ্রিল মাসে। কোনও না কোনও মাসে তো হবেই। আমরা একটা কথাই বলছি, যখনই ভোট হবে, বিজেপি হারবে।

দিল্লি অভিযানে তৃণমূলের ট্রেন না পাওয়া সম্পর্কে বিরোধী নেতা বলেন, ওদের তো প্রচুর চুরির টাকা আছে। পিসি-ভাইপো চার্টার্ড বিমান ব্যবহার করেন। তৃণমূল চার্টার্ড বিমান চালাক দুদিন ধরে। দলের নেতারা আকাশে উড়ুক আর নামুক। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলছেন, টাকা নেই। অথচ ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতদের ভাতা বাড়াচ্ছেন, মন্ত্রী, এমএলএদের বেতন বাড়াচ্ছেন ৫০ হাজার টাকা করে। রাজ্যের আইসিডিএস, আশা কর্মী, ভিআরপিদের অভুক্ত রেখে মোচ্ছব চলছে। ভারত সরকারের চন্দ্রযান পাঠাতে খরচ হয়েছে ৬১৫ কোটি টাকা। আর শুভেন্দুকে জেলে ঢোকাতে সুপ্রিম কোর্টে খরচ হয়েছে ২৯৫ কোটি টাকা।

তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্যের জবাবে সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, শুভেন্দু তৃণমূলের দুর্নীতির কথা ভালো জানেন। কারণ তিনি বহুদিন তৃণমূলে ছিলেন। তাদের ভিতরকার খবর তিনি অনেক ভালো রাখেন।

অন্য খবর দেখুন:

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | SIR-ই কি মোদির 'মিশন ডেমোগ্রাফি' ?
49:11
Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36