skip to content
Monday, June 24, 2024

skip to content
HomeBig newsজাতিগণনায় সত্যের কঙ্কাল বেরিয়ে পড়বে: রাহুল

জাতিগণনায় সত্যের কঙ্কাল বেরিয়ে পড়বে: রাহুল

মধ্যপ্রদেশে প্রচারের ফিতে কাটল কংগ্রেস

Follow Us :

শাহডোল (মধ্যপ্রদেশ): জাতিগণনার (Caste Census) সপক্ষে আওয়াজ তুলে ভোটমুখী মধ্যপ্রদেশে (Madhya Pradesh) কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সত্যের কঙ্কাল বেরিয়ে আসবে। রাজ্যের আদিবাসী অধ্যুষিত জেলা শাহডোলে এক জনসভায় রাহুল বলেন, জাতিগণনা করার জন্য কেন্দ্রকে আমরা চাপ দেব। পিছড়েবর্গ, দলিত এবং আদিবাসীদের জন্যে কোন সত্য চাপা পড়ে আছে, তা এই এক্স-রে পরীক্ষায় বেরিয়ে আসবে। ভিতরের কঙ্কালটা দেখা যাবে।

আদিবাসী ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে ওয়েনাড়ের সাংসদ বলেন, আদিবাসীদের কী অধিকার দেওয়া হয়েছে? ওবিসি এবং তফসিলি উপজাতিদের কোন ভাগটা দেওয়া হয়েছে? এটাই এখন দেশের সামনে সবথেকে বড় প্রশ্ন। আর সে জন্যই আমরা জাতিগণনার উপর জোর দিচ্ছি। আমরা এটা করেই ছাড়ব। উল্লেখ্য, সোমবারই নির্বাচন কমিশন মধ্যপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। তার পরদিনই রাহুল কংগ্রেসের প্রচারের ফিতে কেটে দিলেন।

আরও পড়ুন: ১৮ হাজার ভারতীয় আটকে ইজরায়েলে

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিজেপি সরকারকে তুলোধনা করে কংগ্রেসের প্রাক্তন সভাপতি আরও বলেন, লালকৃষ্ণ আদবানি একটি বইতে লিখেছিলেন, প্রকৃত অর্থে বিজেপি-আরএসএসের পরীক্ষাগার গুজরাত নয়, মধ্যপ্রদেশ। আর বিজেপির সেই পরীক্ষাগারেই আজ মৃতের চিকিৎসা করে টাকা লুট করা হয়। এই পরীক্ষাগারেই প্রতিদিন তিনজন কৃষক আত্মহত্যা করেন। এসব ভারতের কোনও প্রান্তে হয় না, মধ্যপ্রদেশে হয়, দাবি রাহুলের।

ব্যাপম কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে বলেন, এক কোটি যুবকের ভবিষ্যৎ তছনছ হয়ে গিয়েছে। চারজন খুন হয়েছেন। ডাক্তারি পড়ার আসন বিক্রি হয় এবং ১৫ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। এই কাহিনি এখানেই শেষ নয়। গত ১৮ বছরে এই রাজ্যে ১৮ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। বিজেপির এই পরীক্ষাগারে নেতারা আদিবাসীদের গায়ে প্রস্রাব করেন। যে রাজ্যের প্রশংসা করে গিয়েছেন আদবানি।

প্রসঙ্গত, রাহুল গান্ধীর এই মহা সমাবেশের কারণ ছিল বিন্ধ্য অঞ্চলে কংগ্রেসের হারানো জমি পুনরুদ্ধার। কারণ, ২০১৮ সালের ভোটে এই অঞ্চলের ৩০ আসনের মধ্যে মাত্র ৬টিতে জিতেছিল হাতের প্রার্থী। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শাহডোল জেলায় এসেছিলেন জুলাই মাসে। ২৩০ সদস্যবিশিষ্ট মধ্যপ্রদেশে বিধানসভা ভোটে কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি। বিজেপি ভোট ঘোষণার আগেই ১৩৬ জন প্রার্থীর নাম জানিয়ে রেখেছে।

দেখুন অন্য় খবর

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Arvind Kejriwal | ইডিকে ধাক্কা দিতে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরি, জামিন হলেও আটকে মুক্তি
00:00
Video thumbnail
NEET-UG paper leak case | সন্দেশখালির ছায়া বিহারে, নেট-দুর্নীতির তদন্তে গেলে সিবিআইয়ের ওপর হামলা
00:00
Video thumbnail
INDIA VS NDA | তৈরি হচ্ছে INDIA, লোকসভায় প্রথম দিনেই ঝড় উঠবে? সামলাতে পারবে NDA?
03:45:55
Video thumbnail
Nandigram | TMC | সমবায় ভোটে নন্দীগ্রামে তুলকালাম, ১২ আসনে তৃণমূল ক'টা?
06:24:14
Video thumbnail
Singur News | TMC | CPIM | ৩৫ বছর পর হারল সিপিএম, সিঙ্গুরে বড় জয় তৃণমূলের
02:22:46
Video thumbnail
NEET-UG paper leak case | সন্দেশখালির ছায়া বিহারে, নেট-দুর্নীতির তদন্তে গেলে সিবিআইয়ের ওপর হামলা
03:22:24
Video thumbnail
Arvind Kejriwal | ইডিকে ধাক্কা দিতে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরি, জামিন হলেও আটকে মুক্তি
02:36:01
Video thumbnail
Ajit Pawar | অজিত পাওয়ার পাল্টি খেলো ? উদ্ধব মুখ্যমন্ত্রী ! শিন্ডে ডাকলেন জরুরী বৈঠক !
07:04:18
Video thumbnail
Mayawati | ভাইপোই উত্তরাধিকারী , নাম ঘোষণা নেত্রীর
06:47:20
Video thumbnail
Nitish Kumar | Chandrababu Naidu | নীতীশ-নাইডুর চাপ! স্পিকার নিয়ে জট কাটলো না এনডিএ-তে?
06:02:46