Sunday, August 3, 2025
HomeScrollকাল পুজো উদ্বোধনে কলকাতায় অমিত শাহ

কাল পুজো উদ্বোধনে কলকাতায় অমিত শাহ

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

Follow Us :

কলকাতা: সোমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কলকাতায় (Kolkata) সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব পুজো (Durga Puja) কমিটির উদ্বোধন করবেন তিনি। তা নিয়ে সাজো সাজো রব বিজেপির অন্দরেও। এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম হচ্ছে রাম জন্মভূমি মন্দির। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ সালে রাম মন্দিরের (Ram Temple) উদ্বোধন করতে পারেন। তার আগে এখানে এই থিম করা হয়েছে। এই পুজোতে রাম ও হনুমানের লম্বা মূর্তিও থাকছে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কলকাতার নামী পুজোগুলির মধ্যে অন্যতম।

এর আগেও কলকাতায় দুর্গা পুজোর উদ্বোধনে এসেছেন অমিত শাহ। বিজেপির উদ্যোগে ইজেডসিসিতে দুর্গা পুজো করা হয়। তাছাড়া বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দুর্গাপুজো করেন। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অন্য কোথাও আর পুজোর উদ্বোধনে যাচ্ছেন বলে খবর নেই।

আরও পড়ুন: বাড়ি থেকেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এদিনই সল্টলেকে বিজেপির বৈঠক রয়েছে। সেখানে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অগ্নিমিত্রা পল, কেন্দ্রীয় নেতা অমিত মালব্য সহ অন্যান্যরা। তবে সেই বৈঠকে নেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মনে করা হচ্ছে অমিত শাহের হাতে কোনও রিপোর্ট তুলে দিতেই বৈঠক। উল্লেখ্য, এর আগে সিউড়ির জনসভা থেকে রাজ্যে লোকসভায় ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন অমিত শাহ। উৎসব শেষ হলেই কার্যত লোকসভা ভোটের দামামা শুরু হয়ে যাবে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39