Sunday, August 3, 2025
HomeScrollময়দানে গীতা পাঠের প্রস্তুতি তুঙ্গে, অংশ নেবেন প্রধানমন্ত্রী

ময়দানে গীতা পাঠের প্রস্তুতি তুঙ্গে, অংশ নেবেন প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রীকেও অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়েছে

Follow Us :

কলকাতা: প্রস্তুতি তুঙ্গে কলকাতা ময়দানে গীতা (Gita) পাঠের। আগামী ২৪ ডিসেম্বর ওই অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।  আয়োজকদের পক্ষে হরিদ্বারের ভোলাগিড়ি আশ্রমের তেজস্বানন্দ মহারাজ, মানস ভট্টাচার্য বৃহস্পতিবার জানিয়েছেন, গতবার মায়াপুরে গীতাপাঠ আয়োজনের ব্যাপক সাড়া আমাদের বাধ্য করেছে ময়দানে গীতা পাঠ করতে। একমাত্র গীতা পাঠ হয় যুগ যুগ ধরে। গীতা জয়ন্তীর দ্বিতীয় বর্ষ পালিত হচ্ছে। জগৎগুরু শঙ্করাচার্য আগামী ২১ তারিখ চলে আসবেন ২৪ তারিখের জন্য। এটা নিয়ে জেলায় জেলায় উৎসাহ দেখার মতো। কুরুক্ষেত্রের মাটি নিয়ে আসা হবে। ২টি মঞ্চ হবে। ৬০/৭০ হাজার শঙ্খ নিয়ে আসা হবে। পাঁচটি অধ্যায় পাঠ হবে। মোট ১ঘন্টা ২৫ মিনিট সময় দরকার হবে।

আয়োজকরা আরও বলেন, অতিথিদের ধুতি পাঞ্জাবি ও শাড়ি পরে আসতে বলা হয়েছে। অনুষ্ঠানের জন্য ১৩ টা ট্রেন দেওয়ার আবেদন করা হয়েছে রেলকে। প্রত্যেক অনুগামী ভাড়া দিয়ে আসবেন। সকাল ৯ টা থেকে অনুষ্ঠান শুরু। প্রধানমন্ত্রী বেলা ১১.৩০ আসবে। আগের রাত্রি থেকে মানুষ আসতে শুরু করবেন। তাঁদের থাকা খাওয়ার ব্যাবস্হা হয়েছে। প্রচুর মানুষ অর্থনৈতিক সহায়তার জন্য এগিয়ে এসেছেন। অনুষ্ঠানে সব এমএলএ,সাংসদদের আমন্তণ জানানো হয়েছে। বিশ্বব্যাপী বাংলার  সংস্কৃতি ও সনাতনী পরিবেশ তৈরি করতে এই উদ্যোগ। মঞ্চে প্রধানমন্ত্রী ও সাধুসন্ত ছাড়া কেউ থাকবেন না। দলমত নির্বিশেষে সবাইকে আসার আবেদন করছি। উত্তরবঙ্গ থেকে ৬/৭ হাজার মানুষ আসবেন। মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি, ওই দিন যেন টেট পরীক্ষা পিছনো যায় এবিষয়ে তিনি বিবেচনা করুন।
আরও পড়ুন: ঋতুস্রাবের সময় মহিলাদের ছুটিতে না স্মৃতি ইরানির

আরও খবর দেখুন

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39