Sunday, August 3, 2025
HomeScrollবর্ধমানগামী চলন্ত লোকালে আত্মঘাতী জিআরপি কনস্টেবল

বর্ধমানগামী চলন্ত লোকালে আত্মঘাতী জিআরপি কনস্টেবল

মানসিক অবসাদে ছিলেন শুভঙ্কর

Follow Us :

বর্ধমান: বর্ধমানগামী চলন্ত লোকাল (Howrah Burdwan Local) ট্রেনে আত্মঘাতী এক জিআরপি কনস্টেবল৷ নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী জিআরপি কনস্টেবল (Police Constable Committed Suicide)। আত্মঘাতী কনস্টেবলের নাম শুভঙ্কর সাধুখাঁ। ঘটনার আকস্মিকতা দেখে শিউরে ওঠেন সহযাত্রীরা। ট্রেন বর্ধমান জংশনে পৌঁছানোর পরই কলস্টেবলের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল বর্ধমান জংশন স্টেশন ৷

রেল পুলিশ সূত্রের খবর, আপ হাওড়া বর্ধমান শেষ লোকাল ট্রেনের মহিলা কামরায় কর্তব্যরত ছিলেন তিনি। পালসিট স্টেশনে পৌঁছয়, তখনই নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই কনস্টেবল৷ গুলিটি শুভঙ্কর সাধুখাঁর কপাল ফুঁড়ে ট্রেনের কামরার ছাদে গিয়ে লাগে৷ ঘটনার সময় ট্রেনের মহিলা কামরায় যাত্রী প্রায় ছিলেনই না৷ ফলে কামরায় পড়ে থাকে রক্তাক্ত কনস্টেবলের দেহ৷ সেই অবস্থাতেই ট্রেনটি পৌঁছয় বর্ধমান জংশন স্টেশনে৷ খবর পেয়ে দেহটি উদ্ধার করে রেল পুলিশ৷

আরও পড়ুন:পাচারকারীদের নিয়ে যাওয়া গরু নষ্ট করছে ক্ষেতের ফসল, অভিযোগ চাষীদের

ট্রেনের যাত্রীরা জানাচ্ছেন, তাঁর মোবাইলে একটি ফোন আসে। তারপরই তিনি গুলি চালিয়ে দেন নিজের কপালে। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত কারণেই কোনওভাবে মানসিক অবসাদে ছিলেন শুভঙ্কর। সেই কারণেই আত্মঘাতী হয়েছেন। কেন ওই কনস্টেবল আত্মঘাতী হলেন, তা খতিয়ে দেখছে পুলিশ৷

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39