কলকাতা: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বোলিং আক্রমণ নিয়ে রসিকতা করলেন এককালে সেই দলের সদস্য যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে ট্রোল করলেন তিনি। এ বছর নিলামের আগে হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং জশ হ্যাজলউডকে (Josh Hazlewood) ছেড়ে দিয়েছিল আরসিবি। অফ-সিজনে ১৫ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে (Cameron Green) কেনায় পকেটে বেশি টাকাও ছিল না। এরপর নিলামে ১১.৫০ কোটি দিয়ে আলজারি জোসেফ এবং বেস প্রাইসে লকি ফার্গুসনকে কিনেছে। ফলে স্পিন বিভাগে বিরাট কোহলির (Virat Kohli) দলের ভরসা করণ শর্মা এবং ময়াঙ্ক ডাগর।
আরও পড়ুন: মেসির ১০ নম্বর জার্সি তুলে নিতে চায় আর্জেন্টিনা
আরসিবির ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়াম (M Chinnaswamy Stadium) বোলারদের বধ্যভূমি বললে ভুল হয় না। স্পিনারদের জন্য তো দুঃস্বপ্ন, কারণ মাঠ আকারে ছোট। ব্যাটের কানায় লাগ বলও বাউন্ডারি পেরিয়ে যায়। অথচ ওখানেই যথেষ্ট সফল হয়েছিলেন চাহাল। ২০২১ সালে অজ্ঞাত কারণে তাঁকে ছেড়ে দেয় আরসিবি। চাহালের জায়গায় আসা হাসারাঙ্গা ২০২২ মরসুমে ভালো পারফর্ম করলেও ২০২৩-এ ফ্লপ করেন। এদিকে শেষ দুই মরসুমে পঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে ৪৮টি উইকেট নিয়েছেন চাহাল।
Yuzi Chahal is trolling RCB’s bowling lineup for the current season…? ?
— Vipin Tiwari (@Vipintiwari952_) January 1, 2024
ভারতীয় লেগস্পিনারকে প্রায়ই গেমারদের ভিডিও স্ট্রিমিংয়ে দেখা যায়। পাবজি সহ একাধিক মোবাইল গেম খেলেন তিনি। এবারও একজন গেমারের সঙ্গে বিজিএমআই (পাবজির ভারতীয় ভার্সান) খেলছিলেন চাহাল। সেই সময় ওই গেমার তাঁকে আরসিবির বোলিং লাইনআপ কেমন লেগেছে জিজ্ঞাসা করেন। চাহাল শুধু বলেন, “মোয়ে মোয়ে”। এক সার্বিয়ান গানের এই শব্দ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিম, ট্রোলে সর্বত্র এই মোয়ে মোয়ে (Moye Moye)। সরাসরি কিছু না বলে এটা দিয়েই কটাক্ষ করলেন চাহাল।