Tuesday, August 5, 2025
HomeScrollযাদবপুরের জন্য ৫ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ রাজ্য সরকারের

যাদবপুরের জন্য ৫ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ রাজ্য সরকারের

কীসের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে টাকা দিল রাজ্য সরকার?

Follow Us :

কলকাতা: বিতর্কের আবহেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে (Jadavpur University) ৫ কোটি ৩ লক্ষ ২৯ হাজার ১৩৬ টাকা অর্থ বরাদ্দ রাজ্যের। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়ে জানাল রাজ্যের উচ্চশিক্ষা দফতর (Higher Education Department)। ২০২৩-২৪, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ বর্ষের ক্ষেত্রে হস্টেল (Hostel) সংস্কারের জন্য ওই অর্থ বরাদ্দ করেছে সরকার। মূলত “এ’ থেকে ‘ডি’ মিলিয়ে ৪টি ব্লকের হস্টেলের পরিকাঠামো উন্নতি বা সংস্কারের জন্য এই বরাদ্দ জানানো হয়েছে চিঠিতে। উপাচার্যের ক্ষমতাকে প্রয়োগ করবে তা নিয়ে এখনো জল্পনা চলছে, কিন্তু রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহেই যাদবপুরকে অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। এই ঘটনায় খুশি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে উপাচার্যের অবস্থান নিয়ে বিতর্ক জারি রয়েছে। রাজ্যপালের তরফ থেকে উপাচার্যের পদ থেকে বুদ্ধদেব সাউকে বরখাস্তের নির্দেশিকা আসে। আবার রাজ্য সরকারের তরফ থেকে পাল্টা মেয়াদ বাড়ানোর নির্দেশিকা আসে। রাজভবনের তরফে দ্বিতীয় দফা নির্দেশিকা দিয়ে জানানো হয় বুদ্ধদেব সাউ উপাচার্য হিসেবে যেন কাজ না করতে পারেন। ফলে সেই বিতর্ক অব্যাহত রয়েছে। এতে যাদবপুরে অচলাবস্থা সৃষ্টি হতে পারে প্রশ্ন উঠছিল। তারই মধ্যে রাজ্য সরকার যাদবপুরের জন্য ৫ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করল।

আরও পড়ুন: চুরি হয়ে যাচ্ছে কোপাই নদী, গড়ে উঠছে বহুতল

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39