Placeholder canvas

Placeholder canvas
HomeScrollলোকসভা ভোটেই তৃণমূলকে উতখাত করতে হবে, বললেন অভিজিৎ
BJP Meeting

লোকসভা ভোটেই তৃণমূলকে উতখাত করতে হবে, বললেন অভিজিৎ

নো ভোট টু বিজেপি স্লোগান শোনা গেল প্রাক্তন বিচারপতির গলায়

Follow Us :

শিলিগুড়ি: লোকসভা ভোটেই তৃণমূলকে উতখাতের ডাক দিলেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। শনিবার শিলিগুড়ির কাওয়াখালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় শুরুতেই ভাষণ দেন অভিজিত। তিনি বলেন, তৃণমূল দলটাই হল একটা দুর্বৃত্তদের দল। তারা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। শিক্ষা থেকে শুরু করে রেশন, একশো দিনের কাজ, আবাস যোজনা, সবেতেই তারা সীমাহীন দুর্নীতি চালিয়েছে। এই দুর্নীতিবাজ তৃণমূলকে একটি ভোটও নয়। নো ভোট টু তৃণমূল। তিনি বলেন, এই সভা থেকে আমাদের সেই শপথই নিতে হবে। তার সূচনা করতে হবে লোকসভা ভোটের মাধ্যমে। ২০২৬ সালের বিধানসভা ভোটে তারা যাতে আর ক্ষমতায় না আসতে পারে, তার ব্যবস্থা করতে হবে।

আদালতের এজলাস থেকে এই প্রথম সদ্য প্রাক্তন বিচারপতি জনতার এজলাসে হাজির হলেন। এই প্রথম তিনি কোনও জনসভায় ভাষণ দিলেন। তাঁকে কেন্দ্র করে জনতার মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শনিবার সকালেই তিনি শিলিগুড়িতে পৌঁছে যান। অভিজিত ভাষণ দেন মোদি মঞ্চে আসার আগেই। সভার কাজ শুরু হওয়ার অনেক আগেই প্রাক্তন বিচারপতি সভাস্থলে আসেন। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে দলের অন্য নেতাদের পরিচয় করিয়ে দেন।

আরও পড়ুন: মোদির মঞ্চে থাকছেন অভিজিৎ, কথাও বলতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে

অভিজিত বলেন, বিচারপতির আসনে বসে শিক্ষায় নিয়োগের ক্ষেত্রে আমার চোখে অনেক দুর্নীতি ধরা পড়ে যায়। তাই আমি অনেক ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি। সেই কারণেই আমি শাসকদলের চক্ষুশূল হয়ে গিয়েছিলাম।

এদিন সকালে শিলিগুড়িতে পৌঁছে অভিজিত বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথম দেখা এবং আলাপ হবে। এটা আমার বড় পাওনা। বিজেপি নেতৃত্ব জানান, প্রাক্তন বিচারপতি সভায় ভাষণও দেবেন।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular