Sunday, August 3, 2025
Homeরাজ্যরাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল প্রাক্তন বিচারপতির
Abhijit Gangopadhyay

রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল প্রাক্তন বিচারপতির

ক্ষমতা থাকলে ৩৫৬ ধারা জারি করে দেখাক, পাল্টা হুমকি কুণালের

Follow Us :

শিলিগুড়ি: রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করলেন প্রাক্তন বিচারপতি অধুনা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। শনিবার শিলিগুড়ির (Siliguri) কাওয়াখালিতে বিজেপির সভা শুরু হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ওই অবস্থায় রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই। তাঁর দাবি, তৃণমূল দ্রুত ভাঙছে। ২০২৬ সাল পর্যন্ত দুর্বৃত্তদের এই দলটা টিকবে কি না, দেখুন।
এদিকে তৃণমূলের হুমকি, সাহস থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখুক বিজেপি। শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, দেখি, কত ক্ষমতা বিজেপির। ওই বিচারপতি দুর্নীতিগ্রস্তদের মধ্যে মঞ্চ আলো করে বসে আছেন। আর তিনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। চোরের মায়ের বড় গলা।

কুণাল এদিন তীব্র আক্রমণ করেন অভিজিৎকে। তিনি বলেন, উনি কাঁচা রাজনীতিবিদের মতো কাজ করেছেন। আমরা ঠিক চিনেছিলাম। তাই তাঁকে আক্রমণ করেছিলাম। এখন বোঝা যাচ্ছে, বিচারপতির আসনে বসে তিনি রাজনৈতিক উদ্দেশে রায় দিয়েছেন।

আরও পড়ুন: স্ত্রী সংসারের টুকিটাকি কাজ করবেন, স্বামীর এমন আশা নিষ্ঠুরতা নয়, জানাল দিল্লি হাইকোর্ট

এদিন প্রাক্তন বিচারপতি বলেন, তৃণমূল ভাঙছে। জবাবে কুণাল বলেন, বিজেপি ভেঙে চুরমার হয়ে যাবে। ওই দলে গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। এমপি, এমএলএরা আর ওই দলে থাকতে পারছেন না। আমরা কাল ব্রিগেডে চমক দেখাব। আজ ট্রেলার দেখলেন। আসল খেলা দেখবেন ভোটের পর। বিজেপি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ওদের দলের পুরনো নেতারা সম্মান পাচ্ছেন না। তাঁরা তৃণমূলকে ভোট দেবেন। বিজেপি বাংলার মানুষের টাকা আটকে রেখেছে। আর প্রধানমন্ত্রী সামন্ততান্ত্রিক মেজাজে জমিদারের মতো হাতির পিঠে ঘুরে বেড়ালেন কাজিরাঙায়। বস্তুত, এদিন সকাল থেকেই তৃণমলের নেতা-মন্ত্রীরা মোদির হাতির পিঠে চড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষ করছেন।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39