নয়াদিল্লি: ‘৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (96th Academy Awards) বা অস্কার ২০২৪। এই বছর, লস অ্যাঞ্জেলসে বসেছিল তারকাখচিত এই আসর। আর ফলাফলের দিকে চোখ রাখলে, জয়জয়াকার একটি ছবিরই। নাম বলতে হবে কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন ‘ওপেনহাইমার’ (Oppenheimer)। ক্রিস্টোফার নোলানের (Christopher Nolan) বায়োপিক থ্রিলার ২০২৩ সালের সবচেয়ে চর্চিত ছবিগুলির মধ্যে অন্যতম ছিল। তখন থেকেই জল্পনা চলছিল এ বছরের অস্কারের মঞ্চ মাতাবে এই ছবি। আর হলও তাই। তবে এই ছবির সঙ্গে অস্কারের দৌড়ে ছিল ‘কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন’, ‘বার্বি’-র মতো ছবিও। কিন্তু সবাইকে পিছনে ফেলে, ‘ওপেনহাইমার’ নিজের ঝুলিতেই পুরল সাতটি অ্যাওয়ার্ড।
To close out the night, the Academy Award for Best Picture goes to… ‘Oppenheimer’! #Oscars pic.twitter.com/nLWam9DWvP
— The Academy (@TheAcademy) March 11, 2024
এবার একনজরে দেখে নেওয়া যাক পুরস্কারের তালিকার দিকে-
সেরা ছবি – ওপেনহাইমার
সেরা অভিনেতা – সিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা অভিনেত্রী- এমা স্টোন (পুওর থিংস)
সেরা পরিচালক – ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী- ‘দা ভাইন জয় রুডলফ (দ্য হোল্ডওভার)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা- রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
সেরা মৌলিক স্কোরের পুরস্কার-লুডউইং গোরানসন (ওপেনহাইমার)
সেরা মৌলিক গান- বিলি আইলিশ এবং ফিনিয়াস ও’কনেল (বার্বি)
সেরা চলচ্চিত্র সম্পাদনা- ওপেনহাইমার
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম- ওয়ার ইজ ওভার!
সেরা লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম- দ্য ওয়ান্ডার ফুল স্টোরি অফ হেনরি সুগার
সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম-দ্য লাস্ট রিপেয়ার শপ
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম- টোয়েন্টি ডেজ ইন মারিপোল
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম-দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা অভিযোজিত চিত্রনাট্য- আমেরিকান ফিকশন
সেরা মৌলিক চিত্রনাট্য- অ্যানাটমি অফ ফল
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম- দ্য জোন অফ ইন্টারেস্ট
সেরা ভিস্যুয়াল এফেক্ট- গডজিলা মাইনাস ওয়ান
সেরা পোশাক ভাবনা- পুওর থিংস
সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং- পুওর থিংস
সেরা সিনেমাটোগ্রাফি-ওপেনহাইমার
সেরা প্রোডাকশন ডিজাইন- পুওর থিংস
সেরা সাউন্ড- দ্য জোন অফ ইন্টারেস্ট
দেখুন ভিডিও: