Tuesday, August 19, 2025
Homeরাজ্য১০০ দিনের কাজের টাকা নিয়ে অভিষেক-বিজেপি চাপানউতোর
Abhishek Banerjee

১০০ দিনের কাজের টাকা নিয়ে অভিষেক-বিজেপি চাপানউতোর

Follow Us :

ময়নাগুড়ি: অভিষেক-বিজেপি চাপানউতোর। বৃহস্পতিবার ১০০ দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে বিজেপির যে কোনও নেতাকে তাঁর সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে। এরপরই রাজ্য বিজেপি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে অভিষেকের কাছে সময় চায়। ঠিক ১০ মিনিটের মধ্যেই তাঁর এক্স হ্যান্ডেলে উত্তর দিয়ে স্থান এবং কাল জানিয়ে দেন অভিষেক। কিন্তু শেষ পর্যন্ত বিজেপির কেউ আসেননি। পরে ময়নাগুড়ির সভায় এই প্রসঙ্গ তুলে অভিষেক কটাক্ষ করেন বিজেপিকে। তার আগে অবশ্য বিজেপি জানায়, অভিষেকের মতো দুর্নীতিপরায়ণ ব্যক্তির সঙ্গে এক মঞ্চে থাকা যায় না।

বৃহস্পতিবার ময়নাগুড়িতে জনসভা ছিল অভিষেকের। সেই সভা মঞ্চ থেকে অভিষেক এই প্রসঙ্গ টেনে বলেন, বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে ছিলাম। দুটো পোডিয়াম রেখেছি। তর্ক হবে বলে। বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন। কেউ কি এসেছেন? প্রশ্ন অভিষেকের। তিনি বলেন, হাটে হাঁড়ি ভেঙেছি। বিজেপি যদিও জানিয়ে দিয়েছে, তাদের তরফে কেউ যাচ্ছেন না সেখানে।

আরও পড়ুন: নতুন নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার, সুখবীর সিং সান্ধু

তিনি আরও বলেন, ২০২২ সালে মালবাজারে এসেছিলাম। একটি সম্মেলনে বলেছিলাম, দৈনিক মজুরি যাতে বৃদ্ধি পায়, আন্দোলন করব। বৃদ্ধি পেয়েছে চা শ্রমিকদের মজুরি। দৈনিক মজুরি ২০১১ সালে ছিল ৬৭ টাকা। তা থেকে বেড়ে ২৫০ টাকা হয়েছে। ধূপগুড়ি মহকুমা হয়েছে। চাষের জল একাধির ব্লকে পৌঁছে দিয়েছি। রাস্তা হয়েছে তিন জেলায়। ১০০ দিনের কাজের টাকা গত তিন বছরে যাঁরা পাননি, বিজেপি আটকে রেখেছিল। তাঁদেরও ব্যবস্থা করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ১০০০ টাকা থেকে বেড়ে ১,২০০ টাকা হয়েছে।

বিজেপিকে আক্রমণ করে অভিষেক আরও বলেন, ২০১৯ সালে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। জেতার পরদিন থেকে কীভাবে বাংলার মানুষকে ভাতে মারা যায়, তাই ভেবেছেন বিজেপির সাংসদরা। ২০২১-এও এসব জায়গায় বিজেপিকে জিতিয়েছিলেন স্থানীয় মানুষয আপনাদের সমর্থন নিয়ে এঁরা বিধায়ক, সাংসদ হয়েছেন। আপনাদের সমর্থন নিয়ে আপনাদের ভাতে মারার চেষ্টা করেছেন। এবার পরিস্থিতি বদলানোর সময় এসেছে।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Trump-Zelenskyy | হোয়াইট হাউসে এবার কোর্ট পরে জেলেনস্কি, মিলবে কি সাফল্য? নিজেই দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Trump-Zelenskyy | হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Trump-Zelenskyy | হোয়াইট হাউসে ট্রাম্প- জেলেনস্কি বৈঠক যু/দ্ধ কী থামবে? দেখুন Live
00:00
Video thumbnail
Mamata Banerjee | পরিযায়ী শ্রমিকদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, চালু হচ্ছে নতুন প্রকল্প
00:00
Video thumbnail
Abhishek Banerjee | 'নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে'
00:00
Video thumbnail
Vice President | INDIA জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সম্ভবত এই ব্যক্তি
00:00
Video thumbnail
Suvendu Adhikari | 'নো এসআইআর নো ভোট' কেন বললেন শুভেন্দু? দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | ইয়েস SIR নো SIR
00:00
Video thumbnail
Fourth Pillar | গান্ধীর উপরে সাভারকার, নি/র্লজ্জ কত হবে আর!
00:52
Video thumbnail
Forth Pillar | এই বলা হচ্ছে শেষমেশ, দেশের বিকাশে RSS!
00:59