Tuesday, August 5, 2025
Homeরাজ্যপ্রকাশিত হল কংগ্রেসের ষষ্ঠ প্রার্থী তালিকা, কারা টিকিট পেলেন দেখে নিন
Loksabha Election 2024

প্রকাশিত হল কংগ্রেসের ষষ্ঠ প্রার্থী তালিকা, কারা টিকিট পেলেন দেখে নিন

নতুন শক্তি সঞ্চয় করে নির্বাচনে ঝাঁপাছে কংগ্রেস

Follow Us :

নয়াদিল্লি: প্রকাশিত হল কংগ্রেসের ষষ্ঠ প্রার্থী তালিকা (Congress Loksabha Candidate List)। এই নিয়ে লোকসভা ভোটে ১৯০ আসনে প্রার্থী ঘোষণা করল দেশের প্রাচীন রাজনৈতিক দল। সোমবার রাজস্থানের চারটি লোকসভা আসনে এবং তামিলনাড়ুর একটি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেছে কংগ্রেস। পাশাপাশি তামিলনাড়ুর ভিলাভানকোড় বিধানসভা আসনের উপনির্বাচনে ডাঃথারাহাই কুথবার্টকে প্রার্থী করেছে কংগ্রেস।

রাজস্থানে আজমেড় আসন (Ajmer Loksabha Rajasthan) থেকে দাঁড়িয়েছেন রামচন্দ্র চৌধুরী। বিজেপির ওম বিড়লার বিরুদ্ধে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ‘আস্থাভাজন’ হিসাবে পরিচিত প্রহ্লাদ গুঞ্জলকে কোটা আসনে প্রার্থী করেছে। রাজস্থানের রাজসামন্দ থেকে দাঁড়াচ্ছেন সুদর্শন রাওয়াত। রাজস্থানের ভিলওয়াড়া থেকে প্রার্থী হচ্ছেন ডাঃ দামোদর গুর্জর। তামিলনাড়ুর তিরুনেলভেল থেকে প্রার্থী করা হয়েছে অ্যাডভোকেট সি রবার্ট ব্রুসকে।

আরও পড়ুন: দার্জিলিংয়ে রাজু, নতুন আসন দিলীপের, প্রার্থী তালিকায় আর কী কী চমক?

ইন্ডিয়া জোট (INDIA Alliance) নড়বড় করলেও লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) নতুন শক্তি সঞ্চয় করে ঝাপাছে কংগ্রেস। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারি জোট শিবিরে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পরে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন ইন্ডিয়া নেতারা। সেখানেই গোপাল রাই জানান, কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে আগামী ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে মহামিছিল করবে ইন্ডিয়া জোট।আপ ছাড়াও সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন কংগ্রেস-সিপিএমের নেতারা।কংগ্রেস দলের অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ার জোট শরিকদের দাবি, বিরোধীদের চাপে রাখতে প্রধানমন্ত্রী তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করে বিরোধী নেতাদের ভয় দেখাতে চাইছেন।

অন্য খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39