Sunday, August 3, 2025
HomeScrollসাতসকালে খড়গপুরে চলল গুলি
Kharagpur

সাতসকালে খড়গপুরে চলল গুলি

মারধরে গুরুতর জখম তৃণমূল নেতা

Follow Us :

খড়গপুর: সাতসকালে খড়গপুরে (Kharagpur) চলল গুলি (Shootout in Kharagpur)। তৃণমূল নেতাকে রঞ্জিত সাকরেকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর খড়্গপুরে জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। জানা গিয়েছে, খড়গপুরের ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের (Former TMC Councillor) স্বামীকে মারধর করে দুষ্কৃতীরা। অভিযোগ, ৫ দুষ্কৃতী মিলে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তৃণমূল নেতাকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা এই হামলা চালাল, তা নিয়ে তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।

আরও পড়ুন: আজও বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কমতে পারে তাপমাত্রা

জানা গিয়েছে, সোমবার সকালে বাচ্চাকে স্কুলে ছেড়ে বাড়ি ফিরছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী। অভিযোগ, তাঁর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। কিছু বোঝার আগেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তারপর তাঁকে বাইক থেকে নামিয়ে রড ও হকিস্টিক দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন রঞ্জিত। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। রঞ্জিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। রঞ্জিতের দাবি, তাঁর বাঁ পা লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাদ জোরে রক্ষা পান তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক বিবাদে জেরেও এই ঘটনা ঘটতে। কে বা কারা হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নির্বাচনের মুখে এই ধরনের হামলার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39