Thursday, August 14, 2025
HomeIPL 2025৫৭ ম্যাচে ১০০০ ছক্কা এবারের আইপিএলে
IPL 2024

৫৭ ম্যাচে ১০০০ ছক্কা এবারের আইপিএলে

সব থেকে কম বলে হাজার ছক্কা হয়েছে এবারের আইপিএলে

Follow Us :

কলকাতা: এবারের আইপিএলে ছক্কার রেকর্ড। ৫৭ ম্যাচে ১০০০ ছক্কার রেকর্ড। সব থেকে কম বলে হাজার ছক্কা হয়েছে এবারের আইপিএলে। বুধবার লখনউ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে এই রেকর্ড হয়েছে। অষ্টম ওভারে জয়দেব উনাদকাটের বলে পরপর দুটি ছক্কা মারেন ক্রুণাল পান্ড্য। দ্বিতীয় ছক্কাটি এবারের আইপিএলে ১ হাজারতম ছক্কা। ১৩ হাজার ৭৯ বলে এক হাজার ছক্কা হয়েছে এবারের প্রতিযোগিতায়। গত বছর ১ হাজারটি ছক্কা মারতে লেগেছিল ১৫, ৩৯০ বল। ২০২২ সালে ১ হাজার ছাক্কা এসেছিল ১৬ হাজার ২৬৯ বলে।

এবছর ধরলে শেষ তিন বছরেই ১ হাজারের বেশি ছক্কা হয়েছে প্রতিযোগিতায়। আইপিএলে ১৬ বছরে এর আগে মাত্র দুবার এই ঘটনা ঘটেছে। যত সময় গড়াচ্ছে তত ছক্কার সংখ্যা বাড়ছে। অনেকের মতে, খেলাটি কার্যত ব্যাটারের দখলে চলে যাচ্ছে। যেভাবে ছক্কা হচ্ছে তাতে পরবর্তীক্ষেত্রে রানের বন্যা বইবে সে বিষয়ে সন্দেহ নাই। আইপিএল ২০ ওভারের বিনোদনমূলক খেলা। এখানে অভস্য ছক্কার পর ছক্কাই দেখতে চাইবেন দর্শকরা।

আরও পড়ুন: কেকেআরে রোহিত! জল্পনা উসকে দিলেন কিংবদন্তি

প্রসঙ্গত, ১১ ম্যাচের আটটা জিতে প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে কেকেআর। তাদের লক্ষ্য প্রথম দুইয়ে থেকে লিগ শেষ করা যাতে ফাইনালে ওঠার দুটো সুযোগ পাওয়া যায়। অন্যদিকে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই। ১২ ম্যাচ খেলে জিতেছে মাত্র চারটে ম্যাচে।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular