কলকাতা: ভ্যাপসা ও অস্বস্থিকর গরমে আবারও নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে (Weather Update)। উল্টে দক্ষিণের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা (Heatwave Alert) জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের (South Bangal) পশ্চিমের জেলা গুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় থাকবে গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া। আগামী দু’দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে ভ্যাপসা গরমের অস্বস্তি জারি থাকবে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় আপাতত শুকনো আবহাওয়ার পূর্বাভাসই দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে।
আরও পড়ুন: মোদির মন্ত্রিসভায় কারা মন্ত্রী হচ্ছেন? দেখুন সম্ভাব্য তালিকা
অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) পাঁচ জেলাতে বৃষ্টি (Rain) চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। মঙ্গলবারও একইভাবে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
দেখুন বিস্তারিত