নয়াদিল্লি: সোমবার অসমের বন্যা দুর্গতদের (Assam Flood) সঙ্গে দেখা করতে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস সূত্রে খবর, আগামীকাল সকাল ১০টায় শিলচরের কুম্ভীগ্রাম বিমানবন্দরে পৌঁছবেন রাহুল। সকাল ১০:৪৫ মিনিটে বিমানবন্দর থেকে মণিপুরের জিরিবাম জেলার লখিপুরের একটি ত্রাণ শিবিরে যাবেন লোকসভার বিরোধী দলনেতা। এরপর বিকেল ৩টের সময় মণিপুরের চিরাচাঁদপুরের তুইবঙ্গের একটি ত্রান শিবিরেও যাবেন তিনি। বিকেল সাড়ে ৫টায় মনিপুরে রাজ্যপালের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রাহুলের। তারপর ৬টা ১৫ মিনিট নাগাদ মণিপুরের প্রদেশ কংগ্রেসের কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে খবর।
অসমের ৬টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রকে অনুরোধ করেছেন, এই কঠিন পরিস্থিতিতে যেন অসমের বাসিন্দাদের পাশে দাঁড়ান। আরও বেশি করে অসমে সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি।